পচেফস্ট্রম, ০৮ ফেব্রুয়ারি- শিরোপা লড়াই থেকে তারা ছিটকে পড়েছে সেমিফাইনাল থেকেই। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে রীতিমতো নাকাল হয়ে বিদায় নিয়েছে পাকিস্তান। তবে নিজেরা বিদায় নিলেও বাংলাদেশকে দিয়ে সেই দুঃখ ভুলতে চায় আনপ্রেডিক্টেবলরা। রোববার পচেফস্ট্রমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত। সে লড়াইয়ে বাংলাদেশের পক্ষে সমর্থন দিচ্ছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট সমর্থকদের অফিসিয়াল ফেসবুক পেজ ক্রিকেট পাকিস্তান বাংলাদেশের জয়ের ছবি আপলোড করেছে, যেখানে ফাইনালের আগে বাংলাদেশকে আগাম সমর্থন জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেট ভক্তরা। আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ যুব দল ইতিহাস গড়েছে বৃহস্পতিবার। নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো নাম লিখিয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। পাকিস্তানি সমর্থকরা মনে মনে ভারতের পরাজয় কামনা করবেন, সেটাই স্বাভাবিক। তবে মনের কথা আর মনে রাখতে চাইছেন না তারা, সরাসরিই বাংলাদেশকে সমর্থন করার কথা জানিয়ে দিয়েছেন। ক্রিকেট পাকিস্তান-এর পেজে আপলোড করা বাংলাদেশের জয়ের ছবির নিচে চার হাজারের ওপর লাইক পড়েছে। কমেন্টও পড়েছে অনেক। সেখানে বেশিরভাগ পাকিস্তানি সমর্থকই বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38bwQpo
February 08, 2020 at 06:42AM
08 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top