ইসলামাবাদ, ০২ ফেব্রুয়ারি - পাকিস্তানে প্রথমধাপের সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। দুটি ম্যাচে অসহায়ভাবে হারলেও তৃতীয় ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। শেষ সেই ম্যাচের টিকিটের অর্থ ফেরত দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি ম্যাচের ভেন্যু ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। প্রথম ম্যাচ ৫ উইকেটে হেরে যাওয়ার পর দ্বিতীয়টিতে আরও বেশি অসহায় ছিল বাংলাদেশ। ম্যাচটি ৯ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচটি অবশ্য টানা বৃষ্টিতে মাঠেই গড়ানো যায়নি। হয়নি কোনও টস। ফলে পরিত্যক্ত গেছে সিরিজের শেষ ম্যাচ। তবে বৃষ্টি মাথায় নিয়েই ম্যাচ দেখতে এসেছিলেন অনেকে। এত আগ্রহের কারণও খুব স্পষ্ট। দীর্ঘদিন ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারেনি পাকিস্তান। ঘরের মাঠে দর্শকরা বঞ্চিত হয়েছেন ক্রিকেট ম্যাচ থেকে। পিসিবি বিবৃতিতে জানিয়েছে, রিফান্ড পলিসি মেনে ক্রেতাদের টিকিটের অর্থ ফেরত দিবে তারা। যেখান থেকে টিকিট ক্রয় করা হয়েছে, সেখানেও ফেরত দেওয়া হবে অর্থ। সূত্র : বাংলা ট্রিবিউন এন এইচ, ০২ ফেব্রুয়া



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36P0n6T
February 02, 2020 at 07:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top