ওয়েলিংটন, ০২ ফেব্রুয়ারি - সীমিত ওভারের ক্রিকেটে নির্ধারিত ম্যাচ টাই হলে এখন ফলাফল আনা হয় সুপার ওভারের মাধ্যমে। কিন্তু টাই ভাঙার এ সুপার ওভারের নিয়ম নিয়েই রয়েছে অনেক প্রশ্ন। যা কি না প্রতিনিয়তই সামনে আসে বিকট আকারে। বিশেষ করে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মূল ম্যাচের পর টাই হয়েছিল সুপার ওভারেও। পরে বাউন্ডারি গণনায় জয়ী দল নির্ধারণ করা হয়। যা কি না আজ অবধি মেনে নিতে পারেননি অনেক ক্রিকেট বিশ্লেষক। সকলেরই চাওয়া সুপার ওভারের জন্য স্বচ্ছ কোনো নিয়ম করা হোক। চলতি বছরের প্রথম মাসেও দেখা গেছে সুপার ওভারের ভেলকি। জানুয়ারির শেষ সপ্তাহে মাত্র চারদিনের ব্যবধানে ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে হয়েছে সুপার ওভার। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয়- চতুর্থ টি-টোয়েন্টি এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নারী দলের মধ্যকার একটি ম্যাচে খেলা গড়িয়েছে সুপার ওভারে। এ তিন সুপার ওভার নিয়ে কোনো বিতর্ক হয়নি। তবে ভারত-নিউজিল্যান্ডের দুই সুপার ওভারের ম্যাচেই দেখা গিয়েছে অভিন্ন চিত্র। দুই ম্যাচেই পরে ব্যাট করেছিল নিউজিল্যান্ড। সহজ জয়ের অবস্থা থেকে টাই করেছে ২০ ওভারের মূল ম্যাচ। পরে নিয়মানুযায়ী সুপার ওভারে তারা আগে ব্যাট করে ৬ বলে দাঁড় করায় চ্যালেঞ্জিং টার্গেট। কিন্তু দুই সুপার ওভারেই টিম সাউদিকে ভর্তা বানিয়ে সহজ জয় তুলে নিয়েছে ভারত। প্রায় একই চিত্র পরপর দুই ম্যাচে কিংবা সুপার ওভারে যেসব বিতর্ক দেখা দেয়, সেসব এড়ানোর জন্য অভিনব পরামর্শ নিয়ে হাজির হয়েছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাদের সাবেক কোচ টম মুডি। আইপিএলে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ ও বিপিএলে মাশরাফির রংপুর রাইডার্সের কোচ ছিলেন এ অস্ট্রেলিয়ান। তিনি চান সুপার ওভারের জন্য এখন থেকে নতুন করে টস করা হোক। মূল ম্যাচের পরে ব্যাট করা দলই সুপার ওভারে আগে ব্যাট করবে- এমন মুখস্থ নিয়মে আটকে থাকতে চান না মুডি। এছাড়া সুপার ওভারে আরও বৈচিত্র আনতে ছয় বলের ওভারকে ৩ বল করে দুই বোলার দিয়ে করানোর কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এ বিখ্যাত কোচ। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে মেনশন দিয়ে করা টুইটারে মুডি লিখেছেন, এখন যেহেতু অনেক বেশি সুপার ওভার দেখা যাচ্ছে, তাই আমি দুইটা পরামর্শ দিতে চাই। প্রথমত, সুপার ওভারের জন্য নতুন টস করা হোক। আর বোলিংয়ে থাকা দল ঠিক করবে সুপার ওভারের ছয় কোনো দুইজন বোলার মিলে করবে। মুডির এ পরামর্শে সহমত জানিয়েছেন পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ও বিখ্যাত ক্রিকেট পরিসংখ্যানবিদ মাজহার আরশাদ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন করে টস হয় জানিয়ে তিনি মন্তব্যের ঘরে লিখেছেন, যথার্থই বলেছেন আপনি (মুডি)। সিপিএলে সুপার ওভারের জন্যও টস করা হয়। এটাই আসরে ভালো পদ্ধতি। এ পরামর্শের সঙ্গে বাড়তি কিছু যোগ করে বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে লিখেছেন, আমিও বিশ্বাস করি (এমন কিছু হওয়া উচিৎ)। এমন হলে যদি দ্বিতীয় সুপার ওভারের প্রয়োজন পড়ে, তাহলে সেখানে নতুন বোলার এবং ব্যাটসম্যানরা খেলবে। প্রথম সুপার ওভারে ব্যাটিং করা ব্যাটসম্যানরা আবার নামতে পারবে না। With all these #SuperOvers being played out, I’d like to make two suggestions. 1. A new toss to be conducted for the super over. 2. The bowling side to nominate two bowlers to deliver 3 balls each in the super over. #cricket #foodforthought @ICC Tom Moody (@TomMoodyCricket) February 1, 2020 সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/396nXOh
February 02, 2020 at 07:23AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.