তিন মৌসুম ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলছে লিভারপুল। নেহায়েত ভাগ্যের দোষে শিরোপা জিততে পারেনি গত দুই আসরে। তবে এবার আর কোনো ভুল করছে না ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। অদম্য গতিতে এগিয়ে চলেছে শিরোপা জয়ের পথে। শুক্রবার নিজেদের ঘরের মাঠে সাউদাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ। অন্য দুই গোল এসেছে জর্ডান হেন্ডারসন ও অ্যালেক্স ওক্সল্যাড চেম্বারলিনের পা থেকে। তিনটি গোলে এসিস্ট করেছেন রবার্তো ফিরমিনো। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। চলতি মৌসুমে ২৫ ম্যাচে একটিতেও হারেনি তারা, গত মৌসুমেও শেষের ১৭ ম্যাচে কোনো দল হারাতে পারেনি লিভারপুলকে। এছাড়া এনফিল্ডে লিগ ম্যাচে টানা ২০তম জয় এটি অলরেডদের। দল দুর্দান্ত ছন্দে থাকলেও শুক্রবারের ম্যাচে একটি পরিবর্তন আনেন লিভারপুল কোচ ক্লপ। ডিভক অরিগির বদলে সুযোগ দেয়া হয় ফ্যাবিনহোকে। ইনজুরির কারণে এ ম্যাচেও খেলতে পারেননি সাদিও মানে। পুরো ম্যাচে দারুণ খেললেও প্রথমার্ধে গোলের তালা ভাঙতে পারেননি সালাহ-ফিরমিনোরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের প্রথম গোল করেন চেম্বারলিন। ফিরমিনোর পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে নেয়া শটে লক্ষ্যভেদ করেন অক্সলেইড-চেম্বারলেইন। দ্বিতীয় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লিগ লিডারদের। ম্যাচের ৬০ মিনিটে ফিরমিনোর বুদ্ধিদীপ্ত কাট-ব্যাক নিজের নিয়ন্ত্রণে নিয়ে উঁচু শটে জালে জড়ান হেন্ডারসন। মোহামেদ সালাহ নিজের জোড়া গোলের প্রথমটি করেন ৭১ মিনিটের সময়। হেন্ডারসনের ক্রস ধরে জালের কাছ থেকে লক্ষ্যভেদ করেন তিনি। আর ম্যাচের একদম শেষদিকে ফিরমিনো বাড়ানো বল ধরে ব্যবধানে ৪-০ করেন এ মিশরিয়ান রাজপুত্র। এ বড় জয়ে পয়েন্ট টেবিলের আরও এগিয়ে গেছে লিভারপুল। ২৫ ম্যাচে ২৪ জয় ও ১ ড্রতে তাদের সংগ্রহ ৭৩ পয়েন্ট, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তারা এগিয়ে আছে ২২ পয়েন্টে। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36UWNIJ
February 02, 2020 at 07:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top