ইসলামাবাদ, ০৫ ফেব্রুয়ারি- দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে আজ সকালে পাকিস্তান পৌঁছেছেন টাইগাররা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে রওনা করে কাতারের রাজধানী দোহা হয়ে বুধবার সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছায় বাংলাদেশ দল। দলের সঙ্গে পাকিস্তানে যাওয়া জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, বুধবার সকালে তারা ইসলামাবাদ পৌঁছেছেন। সেখানে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল হোটেলে অবস্থান করবেন তারা। শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। সূচি অনুযায়ী, আজই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে নেমে যাবেন তামিম-তাইজুলরা। স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হবে টাইগারদের অনুশীলন। পাকিস্তানও একইদিন একই মাঠে অনুশীলন করবে। তার আগে দুদলের যেকোন একজন করে প্রতিনিধি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। বৃহস্পতিবারও বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট দল পিন্ডিতে অনুশীলন করবে। এদিন স্থানীয় সময় সকাল দশটায় শুরু হওয়ার কথা আছে দুদলের অনুশীলন। এরপর দুপুর নাগাদ বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক এবং পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক আজহার আলী সংবাদ সম্মেলন করবেন। সূত্র : সমকাল এন কে / ০৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ScHMwc
February 05, 2020 at 07:43AM
05 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top