ঢাকা, ০৫ ফেব্রুয়ারি- দেশের ক্রিকেটে এখন আলোচনার অন্যতম বিষয়বস্তু জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর। বয়সের কাঁটা ৩৬ ছুঁয়েছে গতবছর, ফিটনেসও নেই আগের মতো। তবে মাশরাফি খেলেছেন সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কিন্তু তিনি বুট জোড়া তুলে রাখবেন কবে?- এ প্রশ্নের উত্তর জানতে উন্মুখ অনেকেই। গতবছরের বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনজুরির কারণে পারেননি শ্রীলঙ্কা সফরে যেতে। যে কারণে বিশ্বকাপের পর তার প্রথম মাঠে নামা ছিলো বিপিএলের সবশেষ আসর। যেখানে খুব একটা সন্তোষজনক পারফরম্যান্স করে দেখাতে পারেননি মাশরাফি। তার দল ঢাকা প্লাটুনও বাদ পড়ে গেছে ফাইনালের আগে। বিপিএল শেষে মাশরাফি জানিয়েছিলেন, এবার তার লক্ষ্য ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আর জাতীয় দলের ব্যাপারে বলেছিলেন, টিম ম্যানেজম্যান্ট তাকে যোগ্য মনে করলে অবশ্যই খেলবেন আন্তর্জাতিক ক্রিকেটেও। কিন্তু মাশরাফি অবসর নিয়ে কী ভাবছেন? ক্যারিয়ারের ইতি টানার বিষয়ে কিছু ভেবেছেন কি মাশরাফি?- এসব প্রশ্নের উত্তর এখনও অজানাই রয়ে গেছে সকলের। তবে একটি বিষয় পরিস্কার করে জানিয়েছেন তিনি, এখনও ক্রিকেটের প্রতি ভালোবাসা ও ক্রিকেট খেলার ইচ্ছেটা রয়েছে তার। তবু যেহেতু প্রকৃতির নিয়মেই থামতে হয় একদিন, তাই এতো আলোচনা হচ্ছে মাশরাফির অবসর নিয়ে। আর এবার সে আলোচনায় যুক্ত হচ্ছেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোও। যিনি এখনও সুযোগ পাননি মাশরাফির সঙ্গে কাজ করার। কেননা ডোমিঙ্গো টাইগারদের কোচ হয়ে আসার পর এখনও কোনো ওয়ানডে খেলেনি বাংলাদেশ। আগামী মাসের শুরুতেই জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে টাইগারদের। সেই সিরিজের মধ্য দিয়েই বাংলাদেশকে ওয়ানডে ক্রিকেটেও কোচিং করানোর অভিজ্ঞতা হবে ডোমিঙ্গোর। অনেকেরই মত, জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজটিই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির শেষ সিরিজ। তাই এ বিষয়ে মাশরাফির সঙ্গে বসবেন ডোমিঙ্গো। সিরিজের পরিকল্পনা সাজানো ছাড়াও, ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও মাশরাফির সঙ্গে কথা বলতে চান টাইগারদের হেড কোচ। বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন এ তথ্য। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রসঙ্গে আকরাম বলেন, আমাদের হেড কোচ (রাসেল) ডোমিঙ্গো পাকিস্তান থেকে ফিরে মাশরাফির সঙ্গে বসবেন। যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ আছে, তাই এ বিষয়ে মাশরাফির মতামত শুনতেই মূলত ডোমিঙ্গো কথা বলতে চান। এসময় আকরাম জানান, গত শুক্রবার টিম ম্যানেজম্যান্টের সঙ্গে বসেছিলেন মাশরাফি। তবে সেখানে কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসেনি। তিনি বলেন, গত শুক্রবার হেড কোচ এবং প্রধান নির্বাচকের সঙ্গে আলোচনায় বসেছিলেন মাশরাফি। কিন্তু সেখানে কোনো ফল আসেনি। কিন্তু আমাদের একটা স্বচ্ছ ধারণা প্রয়োজন তার (মাশরাফি) ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/383UCnm
February 05, 2020 at 05:33AM
05 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top