ঢাকা, ১৭ মার্চ - বিকেলে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের নির্দেশনা পাওয়ার পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের চলমান তিনটি প্রতিযোগিতা স্থগিত করেছে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছিল। সপ্তম রাউন্ড শুরু হওয়ার কথা ছিল ১৯ মার্চ। কিন্তু বাফুফে লিগ স্থগিত রাখছে। এ নিয়ে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় বাফুফের প্রফেশনাল লিগ কমিটি জরুরি সভায় বসবে। সেখানে পরে কবে নাগাদ লিগ শুরু হতে পারে, তা নিয়ে আলোচনা করবে। চলছিল নারী ফুটবল লিগও। ৫ রাউন্ড শেষ হয়েছে। পরের রাউন্ড শুরুর কথা ছিল ১৮ মার্চ। বাফুফে সেটাও স্থগিত করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লিগ চলবে না। ক্লাবগুলো তাদের নারী ফুটবলারদের ছুটি দিয়ে দিচ্ছে। আগামীকাল ১৭ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট। আপাতত সেটাও হচ্ছে না। বাফুফে পরবর্তীতে স্কুল ফুটবল শুরুর সিদ্ধান্ত নেবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/390aYNj
March 17, 2020 at 05:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top