করোনাভাইরাসে যখন কাঁপছে পুরো বিশ্ব, তখনও যেন অসাধু মানুষরা বসে নেই। খোদ ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার জ্যান ভার্টোনঘেনের লন্ডনের বাসভবনে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো। দৃষ্কৃতিকারীরা ছিল মুখোশ পরিহিত। ছুরির ডগায় ভার্টোনঘেনকে জিম্মি রেখে পুরো বাড়ি তছনছ করে ছেড়েছে ডাকাতরা। গত ১০ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ৩২ বছর বয়সী বেলজিয়ান ডিফেন্ডার ভার্টোনঘেন যখন লন্ডনের বাইরে ছিলেন, তখনই এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে তথ্যপ্রমাণ সংগ্রহ করে। এমনকি তদন্তে তারা জানতে পারেন, কেবল ভার্টোনঘেনের পরিবারই নয়, ডাকাতির ঘটনা ঘটেছে আশেপাশের কয়েকটি বাড়িতেও। ভার্টোনঘেনের বাড়ি থেকে বেশ কিছু দামি ইলেকট্রনিক্স দ্রব্য নিয়ে পালিয়েছে ৪ জনের ওই ডাকাত দল। ছুরির মুখে জিম্মি করা হলেও অক্ষতই রয়েছেন ভার্টোনঘেনের স্ত্রী ও দুই সন্তান। কঠিন এই সময়ে বেলজিয়াম তারকা এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ক্লাব টটেনহ্যাম হটস্পার। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন আতঙ্কের মুহূর্তে আমরা জ্যান ও তার পরিবারের পাশে আছি। যদি কারও কাছে ঘটনা সম্পর্কে সামান্য কোনো তথ্য থাকে, তাহলে তারা যেন এসে পুলিশের তদন্তে সহযোগিতা করে। মেট্রোপলিটন পুলিশের তরফ থেকেও বক্তব্য দেয়া হয়েছে। সেখানে ১০ মার্চ লন্ডনের এনডব্লু ৩ ঠিকানায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে একটি ডাকাতির ঘটনার কথা জানানো হয়। উল্লেখ্য, ওইদিন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে লেইপজেগের বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচ খেলতে জার্মানি গিয়েছিলেন বেলজিয়ান ডিফেন্ডার ভার্টোনঘেন। ওই ম্যাচে জার্মান ক্লাবটির কাছে ০-৩ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে এবারের মত বিদায় নিয়েছে টটেনহ্যাম। তবে এই প্রথম নয়, লন্ডনে ফুটবলারদের সঙ্গে চুরি, ছিনতাইয়ের ঘটনা সাম্প্রতিক অতীতে একাধিকবার ঘটেছে। গত বছরই উত্তর লন্ডনের রাস্তায় গাড়ি নিয়ে যাওয়ার সময় সশস্ত্র ডাকাতদের খপ্পরে পড়েছিলেন মেসুত ওজিল, সিড কোলাসিনাচরা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33z2Z9f
March 17, 2020 at 04:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top