ঢাকা, ১৪ মার্চ - হুমায়ূন ফরিদীর একমাত্র কন্যা সারারাত ইসলাম দেবযানী। যিনি এখন একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করছেন। দেবযানী হুমায়ূন ফরিদীর প্রথম ঘরের সন্তান। হুমায়ূন ফরিদী দ্বিতীয় বিয়ে করেন সুবর্ণা মুস্তাফাকে। দেবযানীই একবার বলেছিলেন, তার মায়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর প্রতিটা জন্মদিনেই বাবার কাছ থেকে গিফট পেতেন। কিন্তু দেবযানী জানতেন ওই গিফট তার বাবা দেয়নি। কারণ তার বাবা এতকিছু গুছিয়ে তার জন্য কিনতে যে পারেন না সেটা তার ভালো করেই জানা। সুবর্ণা মুস্তফাই গিফটগুলো দিতেন ফরিদীর প্রথম ঘরের সন্তানকে। সেটাও সে বুঝতেন। গুলতেকিন কোন দিনই মেনে নিতে পারেননি হুমায়ূন আহমেদের দ্বিতীয় বিয়ে। এমনকি হুমায়ূন আহমেদের প্রথম ঘরের সন্তানরাও মেনে নিতে পারেননি হুমায়ূনপত্নী শাওনকে। কিন্তু শাওনকে কখনো শোনা যায়নি যে তিনি প্রথম ঘরের সন্তান কিংবা স্ত্রীকে নিয়ে কিছু বলেছেন। নুহাশ পরিচালনায় আসলে বরং শাওন অনেকবারই বলেছেন যদি কোন সাহায্য লাগে তিনি সদা প্রস্তুত। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে গুলতেকিনের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তিনি গত বছর বিয়ে করেন কবি আফতাব আহমদকে। আফতাবও আগে বিয়ে করেছিলেন। সেই ব্যারিস্টার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। তাদের একমাত্র সন্তান লন্ডনে লেখাপড়া করছেন। মজার ব্যাপার, গুলতেকিনের দ্বিতীয় বিয়ে নিজে দাড়িয়ে থেকে দিয়েছেন নুহাশ হুমায়ূন। যিনি গুলতেকিন- হুমায়ূনের সন্তান। জাকিয়া বারী মম বিয়ে করেছেন শিহাব শাহীনকে। শিহাব শাহীনের প্রথম ঘরে এক কন্যা সন্তান রয়েছে। জানা যায়নি তার সঙ্গে মমর কেমন সম্পর্ক আছে। তবে মমর প্রথম ঘরের ৯ বছর বয়সী ছেলে সন্তান উদ্ভাসকে সঙ্গে নিয়েই ঘর করছেন শিহাব। এইতো কিছুদিন আগে কলকাতার পরিচালক সৃজিতকে বিয়ে করেছেন মিথিলা। আইরা তাহরিম খান মিথিলার একমাত্র কন্যা। সৃজিতের সঙ্গে আইরার সম্পর্ক বেশ। আইরা তো ইতিমধ্যেই সৃজিতকে বু, বাবা কত নামে ডাকে। বিজরী বরকতউল্লাহ ২০১৩ সালের ১৪ই এপ্রিল বিয়ে করেন ইন্তেখাব দিনারকে। এর পূর্বে ১৯৯৬-২০১২ সাল পর্যন্ত তার স্বামী ছিলেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। ইমন-বিজরীর একটি কন্যাসন্তান, উর্বানা শওকত। উর্বানা থাকেন বিজরীর সঙ্গেই। তিনি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ইন্তেখাব দিনার-বিজরীর কোন সন্তান নেই। তবে উর্বানাই দিনারের সব। সেটা নানা সময়ে ফেসবুকেও দেখা যায়। এই দম্পতি ও মেয়ে উর্বানা একসঙ্গে দেশ বিদেশ ঘুরেও বেড়ান।চিত্র নায়ক আলমগীরের দ্বিতীয় স্ত্রী উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা এ পর্যন্ত তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন। আলমগীরের প্রথম স্ত্রী গীতিকার খোশনুর আলমগীরের সন্তান আঁখি আলমগীর। রুনা লায়লার মেয়ে তানি লায়লা কিংবা আঁখি আলমগীরের সম্পর্ক খুবই ভালো। এমনকি আঁখি আলমগীরের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক রুনা লায়লার। একসঙ্গে দেখা যায় খোশনুর- রুনা লায়লাকেও। এনামুল করিম নির্ঝরের ছেলে রৌদ্র সাকিব করিম। বাবা স্থপতি, চলচ্চিত্রকার, আলোকচিত্রী, গীতিকার, সুরকার ও লেখক। আর ছেলে পড়াশোনা শেষ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানে। নির্ঝর বিয়ে করেছেন অপি করিমকে। রৌদ্রর সঙ্গে অপি করিমেরও বেশ ভালো সম্পর্ক। কন্ঠশিল্পী ন্যানসি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪মে আনুষ্ঠানিকভাবে তাদের ছয় বছরের সংসার জীবনের ইতি ঘটে। পরে ২০১৩ সালের ৪ মার্চ তিনি নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন। ন্যানসির প্রথম ঘরের এক কন্যা সন্তান রয়েছে। জায়েদকে বেশ আপন করেই নিয়েছে সেই সন্তান। প্রখ্যাত নির্মাতা-লেখক জহির রায়হানের প্রথম স্ত্রী অভিনেত্রী সুমিতা দেবী। তাদের দুই পুত্র নাট্যনির্মাতা বিপুল রায়হান ও অনল রায়হান। জহির রায়হানের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী সুচন্দা। তাদের পুত্র নির্মাতা তপু রায়হান। দুই পরিবারের সম্পর্ক তেমন ভালো ছিল না। এমনকি এখনও কেউ কারো সঙ্গে সম্পর্ক স্বীকার করেননি। আলাউদ্দিন আলী বিয়ে করেছিলেন শিল্পী সালমা আলীকে। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তাদের কন্যা আলিফ আলাউদ্দীন। আলাউদ্দিন আলী পরবর্তীতে বিয়ে করেন ফারজানা মিমিকে। তাদের মেয়ে আদ্রিতা আলাউদ্দিন। জানা যায়, দুই পরিবারের সম্পর্ক তেমন ভালো নয়। নওশীন বিয়ে করেন হিল্লোলকে। নওশীনের প্রথম ঘরে এক ছেলে সন্তান রয়েছে। হিল্লোলের স্ত্রী ছিলেন নায়িকা তিন্নি আর নওশীনের প্রথম স্বামী ছিলেন এক পরিচালক। এই দম্পতির এখন পর্যন্ত কোন সন্তান না থাকলেও নওশীনের আগের সংসারে একটি ছেলে রয়েছে, আর মিষ্টি এই সন্তান থাকে নওশীন-হিল্লোলের সাথেই। একমাত্র ছেলেকে যে ভীষণ ভালোবাসেন নওশীন, সেটা তো বলার অপেক্ষা রাখে না। সুযোগ পেলেই ছেলের সাথে নানান রকমের বিচিত্র ভঙ্গিমায় ছবি তোলেন আর সেগুলো আপলোড করে দেন ফেসবুকে। বলাই বাহুল্য যে শুভেচ্ছা বার্তার বন্যায় ভেসে যায় ছবিগুলো। এন এইচ, ১৪ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39SmE6m
March 14, 2020 at 02:38AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন