সিডনি, ১৩ মার্চ - করোনা আতঙ্কে একজন দর্শকও ঢুকতে দেওয়া হলো না। রুদ্ধদ্বার এক ম্যাচ হলো সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। যেখানে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেছে ঘরের মাঠের অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডেটি স্বাগতিকরা জিতেছে ৭১ রানের বড় ব্যবধানে। অস্ট্রেলিয়ার পুঁজি যে খুব বড় ছিল, এমন নয়। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫৮ রানেই থামে অ্যারন ফিঞ্চের দল। দারুণ এক উদ্বোধনী জুটির পরও কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ ১৪৫ বলে গড়েন ১২৪ রানের জুটি। কিন্তু ওই জুটিটি ভাঙার পরই বড়সড় ধাক্কা খায় অসিরা। ওয়ার্নার ৬৭ করে ফেরার পর ফিঞ্চও ষাটের ঘরে (৬০) আটকে যান। স্টিভ স্মিথ (১৪), ডিআরকি শর্টও (৪) সুবিধা করতে না পারলে ১৬৫ রানে ৪ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। সেখান থেকে পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি মার্নাস লাবুশানে আর মিচেল মার্শের। মার্শ ২৭ রান করে ফিরলে ভাঙে এই জুটি। ইশ সোধির ওই ওভারেই অ্যালেক্স কারেকেও (১) হারিয়ে বসে অস্ট্রেলিয়া। একটা প্রান্ত ধরে লড়াই করতে থাকা লাবুশানে ফেরেন ইনিংসের একদম শেষ ওভারে। ৫২ বলে ৫৬ রান করলেও তার ইনিংসে ছিল মাত্র দুটি বাউন্ডারির মার। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৫৮ রানে থামতে হয় অস্ট্রেলিয়াকে। নিউজিল্যান্ডের পক্ষে ইশ সোধি ৩টি, লুকি ফার্গুসন আর মিচেল স্যান্টনার নেন ২টি করে উইকেট। ২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে কিউইরা। ওই ধাক্কা আর সামলে ওঠতে পারেনি তারা। দলের কোনো ব্যাটসম্যান ফিফটিও পাননি। মার্টিন গাপটিল ৪০ আর টম লাথাম করেন ৩৮ রান। এছাড়া কলিন ডি গ্র্যান্ডহোমের ব্যাট থেকে আসে ২৫ রান। ইনিংসের ৯ ওভার বাকি থাকতেই নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৭১ রানে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন প্যাট কামিন্স আর মিচেল মার্শ। ২টি করে উইকেট জস হ্যাজলউড আর অ্যাডাম জাম্পার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39OI44e
March 13, 2020 at 03:14PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন