ইসলামাবাদ, ২৭ মার্চ - পাকিস্তানকে বলা হয় পেসার প্রসবিনী। কিংবদন্তি পেসারদের জন্ম দিয়ে থাকে দেশটি। এমনও সময় গেছে, যখন একের পর এক পেসারের জন্ম হচ্ছিল আর জায়গার অভাবে প্রতিভাবান পেসাররা একাদশেই জায়গা পেতেন না। বসে থাকতেন দলের বাইরে। অথচ, অন্য কোনো দেশে হলে অনায়াসেই জাতীয় দলে জায়গা হয়ে যেতো তাদের। পাকিস্তানি পেসার আকিভ জাভেদ একবার আক্ষেপ করে বলেছিলেন, আমার জন্মটা ভুল করে টু-ডব্লিউর (ওয়াকার-ওয়াসিম) যুগে হয়ে গেছে। ইমরান খান, সরফরাজ নেওয়াজ, ফজল মাহমুদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, আকিভ জাভেদ, আজহার মাহমুদ, উমর গুল, মোহাম্মদ আমির কিংবা হালের শাহিন শাহ আফ্রিদি অথবা নাসিম শাহদের মত বিখ্যাত সব পেসারের জন্ম দিয়েছে পাকিস্তান। কিন্তু এদের মধ্যে সেরা কে? এই জটিল কাজটা করার দায়িত্ব নিলেন সাবেক অধিনায়ক এবং ওপেনিং ব্যাটসম্যান আমির সোহেল। তার দৃষ্টিতে পাকিস্তানের সেরা পেস বোলার হচ্ছেন ওয়াসিম আকরাম। সাবেক অধিনায়ক এবং বিশ্বকাপজয়ী ওয়াসিম আকরামকে সেরা বাছাই করার কারণও আছে। বিশ্বের প্রথম পেসার হিসেবে ওয়ানডেতে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। এছাড়া টেস্টেও রয়েছে তার ৪০০ প্লাস উইকেট। দুই ফরম্যাট মিলিয়ে ওয়াসিম মোট ৯১৬ (৪১৪ + ৫০২) উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ১০৪টি এবং লিস্ট এ ক্রিকেটে উইকেট সংখ্যা ৮৮১টি। এত বেশি উইকেট যার দখলে, ১৭-১৮ বছর যিনি দাপিয়ে বেড়িয়েছেন ক্রিকেট বিশ্ব, যার মুখোমুখি হবে চিন্তা করলে প্রতিপক্ষ ব্যাটসম্যাদের ঘুম হারাম হয়ে যেতো, সেই ওয়াসিম আকরামকে সেরা বাছাই না করার কোনো কারণই ছিল না। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম সারথি ছিলেন ওয়াসিম আকরাম এবং আমির সোহেল দুজনই। ২৫ মার্চ ছিল পাকিস্তানের বিশ্বকাপ জয়ের ২৮তম বার্ষিকী। সে উপলক্ষেই ক্রিকেট পাকিস্তানের মাধ্যমে আইসিসিকে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে তার নিজের দেখা সেরা পেসার হিসেবে বাছাই করে নিলেন ওয়াসিম আকরামকে। আমির সোহেল বলেন, যখন আপনি পাকিস্তান ক্রিকেটের ইতিহাস পর্যালোচনা করতে যাবেন, তখন অবশ্যই ওয়াসিম আকরাম হচ্ছে সর্বকালের সেরা। তার সব কিছুই ছিল। দ্রুত ডেলিভারি (কুইক-আর্ম) অ্যাকশন। নতুন বলে অনেক বেশি কার্যকর ছিল ওয়াসিম। তার বাউন্ডারগুলো ছিল ভয়ঙ্কর। এমনকি পুরাতন বলেও। আমরা সবাই জানি, বল হাতে তিনি পাকিস্তান ক্রিকেটের জন্য কি বয়ে নিয়ে এসেছেন। ওয়াসিমের প্রশংসা করে আমির সোহেল বলেন, আমরা সবাই জানি, সঠিক সময়ে কে সবচেয়ে বেশি কার্যকর বোলার ছিলেন। ওয়াসিম একটা ভয়ের কাজ করে দিতেন, অন্য বোলাররা সেই ফল তুলে নিতে পারতো সহজেই। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের সেই জুটি ভাঙার গল্প মনে করিয়ে আমির সোহেল বলেন, সেদিন অ্যালান ল্যাম্ব এবং নেইল ফেয়ারব্রাদার যে জুটি গড়ে তুলেছিলেন, সেটাকে যদি ওয়াসিম না ভাঙতেন, তাহলে আমাদের বিশ্বকাপ জেতা আর হতো না। পাকিস্তান ক্রিকেটে ওয়াসিম আকরামের প্রভাব সম্পর্কে আমির সোহেল বলেন, পাকিস্তান এখন নিয়মিতই, আগেও অনেক বাঁ-হাতি পেস বোলারের জন্ম দিয়ে যাচ্ছে। এটা একমাত্র ওয়াসিম আকরামের প্রভাবের কারণেই। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৭ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WNfs7Q
March 27, 2020 at 03:47AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.