মুম্বাই, ১৯ মার্চ - মাহি ভিজের স্বামী জে ভানুশালি সম্প্রতি টিভি শো মুজসে শাদি করোগে পারস ছাবরার সাথে তর্ক করেছিলেন, তার পরে এই শোতে তাদের মতামত ভাগ করে নেওয়ার জন্য কিছু নেটিজেন দম্পতিকে ট্রল করতে শুরু করেছিলেন। মুঝসে শাদি করোগি নামে ওই রিয়েলিটি শোয়ে হাজির হয়ে পরাশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পর বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগীর ভক্তরা জয় ভানুশালীর স্ত্রীকে একের পর এক কটাক্ষ করতে শুরু করেন। এরপরই সমালোচকদের তেড়েফুড়ে জবাব দিতে শুরু করে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মাহি ভিজ।রিয়েলিটি শোয়ের মঞ্চে যা হচ্ছে, তার আঁচ যেন মেয়ের উপর না পড়ে। সে বিষয়ে বার বার সতর্ক করেন মাহি। কিন্তু অভিনেত্রীর কথায় কাজ হয়নি। মেয়ের পর তাঁর মাকে নিয়ে অশ্লীল মন্তব্য করা হয় সমালোচকদের তরফে। এমনকী, তাঁর মাকে ধর্ষণ করা হবে বলেও দেওয়া হয় হুমকি। এরপর আরও চোটে যান মাহি ভিজ। ওই ঘটনার পর মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় ছুটে যান। যদি কারও সাহস থাকে, তিনি যেন ওশিওয়াড়া থানায় হাজির হন। সেখানেই তাঁর সঙ্গে মাহি ভিজের দেখা হবে বলে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন টেলিভিশনের এই অভিনেত্রী।মাহি ভিজ বলেন এই ঘটনাটি ট্রলদের জন্য একটি পাঠ হিসাবে পরিণত হবে, সেলিব্রিটিদের পরিবারগুলিকে তাদের আপত্তিজনক দৃষ্টিভঙ্গিতে এনে কখনও সীমা অতিক্রম না করা, কারণ কিছু সেলিব্রিটি কীভাবে এটির বিরুদ্ধে লড়াই করতে জানেন। সুত্র : আজবাংলা এন এ/ ১৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IZITve
March 19, 2020 at 11:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top