কলকাতা, ২০ মার্চ - সব গেরুয়া বিজেপি নয়। ঠিক এই ভাষাতেই নাম না করে দিলীপ ঘোষকে বিঁধলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। করোনা মোকাবিলায় বিজেপির রাজ্য সভাপতির দাওয়াই, গোমূত্র পান করলে আর করোনা ছুঁতে পারবে না। নাম না করে দিলীপবাবুর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন বাবুল সুপ্রিয়। ঘটনার শুরু একটি টুইটকে ঘিরে। বুধবার দেশজুড়ে বাড়তে থাকা করোনা থেকে মানুষকে সজাগ করতে এক টুইট করেন বাবুল সুপ্রিয় যেখানে নিজের গাওয়া একটা বলিউড গানের দুটো লাইন তুলে ধরেন ভিডিয়োতে। জনপ্রিয় ওই রোম্যান্টিক গানে পরস্পরের কাছাকাছি আসার কথা বলা হলেও আপাতত কারও ও সব করার দরকার নেই, সংক্রমণ এড়াতে দূরত্ব বজায় রাখা দরকার। এমনই বার্তা দিয়ে ১ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওটি টুইট করেন বাবুল। সেখানে কমেন্ট বক্সে বাবুলকে গোমূত্র নিয়ে কটাক্ষ করেন এক ব্যক্তি বলেন, গোমূত্র পান করুন বন্ধু ও সুস্থ থাকুন। এই টুইটের পাল্টা দিতে ছাড়েননি বাবুল। বলেন, ওটা আমি করি না। সমর্থনও করি না। ওটা যারা করে তাঁরা ব্যক্তিগত বিশ্বাস থেকে করেন। এখানেই শেষ নয়, এরপর সুর চড়িয়ে তিনি আরও বলেন, এ কথা ঠিক যে, কেউ কেউ গেরুয়া পরে এটা করেছেন। কিন্তু গেরুয়া মানেই বিজেপি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাস্তবসম্মত ভাবে এবং বিজ্ঞানসম্মত ভাবে করোনার মোকাবিলার চেষ্টা করছেন। যদিও সম্প্রতি হিন্দু মহাসভার গোমূত্র পানকে কটাক্ষ করেই বাবুল সুপ্রিয় এই মন্তব্য করেছেন বলেই মনে করছে বিজেপি শিবির। কিন্তু তরজা থামছে না। সূত্র: আজকাল এন এ/ ২০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2J11vuH
March 20, 2020 at 09:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top