ঢাকা, ০৫ মার্চ - রাতুল আর নীরা ভালবেসে বিয়ে করে। রাতুল একটা প্রাইভেট কোম্পানীতে চাকরি করে। সংসারের শুরুতে তাদের ভালবাসা গভীর হলেও কয়েক মাস পর রাতুলের চাকরির পদন্নতি হয়। কিন্তু কাজের ব্যস্থতার জন্য প্রতিদিন অনেক রাত করে বাসায় ফিরে রাতুল, সারাদিন একা বাসায় কাটায় নীরা এবং অনেক রাত হয়ে গেলে নীরা অনেক সময় ভয় পায়। ছোট ছোট সমস্যায় তাদের দূরত্ব বাড়তে থাকে। একদিন এই বিষয় নিয়ে ঝগড়া করে নীরা তার বাপের বাসায় চলে যায়। তাদের শেষ পরিণতি কি হবে? নাটকের জন্য এমনই এক গল্প লিখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার এই গল্প থেকে নাটক নির্মাণ করেছেন এল আর সোহেল। নাটকটির নাম দৃষ্টি। আরফরান নিশোর এই গল্পে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। নাটকটিতে রাতুল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো নিজেই। আর নীরা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। নাটকটিতে আরও অভিনয় করেছেন হাসনাত রিপন, ফখরুল মাছুম বাসার, জোসনা আরা। নাটকটি প্রযোজনা করেছেন মাই সাউন্ড । নির্মাতা সূত্রে জানা গেছে, আজ ৫ মার্চ রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে নাটকটি। এরপর এটি দেখা যাবে মাই সাউন্ড ইউটিউব চ্যানেলে। এন এইচ, ০৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cwOzKQ
March 05, 2020 at 03:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top