ঢাকা, ০৫ মার্চ - তরফদার মোহাম্মদ রুহুল আমিন বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন না বলার পর বর্তমান কমিটির সহ-সভাপতি ও সাবেক তারকা ফুটবলার বাদল রায় কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিনকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না। কেউ সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বিতা না করলে আমিই এই পদে দাঁড়াব। (বুধবার) জাতীয় প্রেসক্লাবে বাফুফে নির্বাচন : পরিবর্তন সময়ের দাবি ও আমাদের করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে বাদল রায় পুনরাবৃত্তি করলেন সভাপতি পদে নির্বাচন করার ঘোষণার। তবে বাদল রায় কোনো কারণে নির্বাচন না করলে কি কাজী মো. সালাউদ্দিনের কোনো প্রতিদ্বন্দ্বী থাকবেন না? এ প্রশ্নেরও উত্তর মিলেছে এই সংবাদ সম্মেলনে। বাফুফের বর্তমান নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ আসলাম ঘোষণা দিয়েছেন, কোনো কারণে বাদল রায় নির্বাচন করতে না পারলে আমি সভাপতি পদে দাঁড়াব। আগামী ২০ এপ্রিল নির্বাচনের দিন নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারিখ ঘোষণার পর এই প্রথম সাবেক ফুটবলারদের ব্যানারে এই সংবাদ সম্মেলন হলো। যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। বক্তব্য রেখেছেন গোলাম সারোয়ার টিপু, প্রতাপ শংকর হাজরা, শেখ মোহাম্মদ আসলাম, খুরশিদ আলম বাবুল, ওয়াহিদুজ্জামান খান পিন্টু, আলফাজ আহমেদ, কায়সার হামিদ, ইমতিয়াজ সুলতান জনি, আরমান মিয়া ও সালাউদ্দিন। সাবেক ফুটবলারদের পক্ষে মূল বক্তব্য পাঠ ও সংবাদ সম্মেলন সঞ্চালন করেন হাসানুজ্জামান খান বাবলু। আমি প্রধানমন্ত্রীর কাছে যাব : বাদল রায় সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দেয়া বাদল রায় বলেছেন, নির্বাচনের সিডিউল ঘোষণার পর আমি প্রধানমন্ত্রীর কাছে যাবো। তিনি নিশ্চয়ই একটা গাইডলাইন দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী সাবেক ফুটবলারদের বিষয়টি বিবেচনায় নেবেন। কাজী সালাউদ্দিনের সময়ে ফুটবল শেষ হয়ে গেছে। বাফুফেতে পরিবর্তন না হলে আগামী এক বছরের মধ্যে ফুটবলের কিছুই থাকবে না। আমি বাফুফেতে থেকে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। আমি এখনো কাজের জন্য ফিট। অনেকে বলেন, আমি অসুস্থ, কাজ কিভাবে করব। নির্বাচন করব বলে আমি ডাক্তারের কাছে গিয়ে চেকআপ করিয়ে এসেছি। ডাক্তার বলেছেন, আমি কাজের জন্য ফিট। তাছাড়া কাজ তো করবে আমার মাথা, কাজ করবে সিস্টেম। কোনো সমস্যা হবে না। ওনাকে (সালাউদ্দিন) আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। ভোট তো দেবে মিকুমার্কা লোকজন : গোলাম সারোয়ার টিপু গোলাম সারোয়ার টিপু বলেছেন, দীর্ঘ ১৪ বছর ফুটবল থেকে বিচ্ছিন্ন থাকার পর এসএ সুলতানের সময় ফেডারেশনের সহ-সভাপতি হয়েছিলেন। আবার পদত্যাগ করে চলে গিয়েছিলেন। যাকে জাতীয় দলের ম্যানেজার করায় প্রতিবাদে চলে গিয়েছিলেন, তাকে তিনি নিজেই বছরের পর বছর ম্যানেজার বানিয়ে রাখছেন। যাক, সেটা। বাদল রায় দাঁড়াবেন বলেন ঘোষণা দিয়েছেন। চাপ, অনুরোধ এমন কি হুমকি আসতে পারে। তাকে অনড় থাকতে হবে। আমরা আছি। কিন্তু বিষয় হলো ভোট তো দেবে মিকুমার্কা লোকজন। যারা ৩ দিক থেকে টাকা খায়। এসব মানুষের কাছ থেকে সতর্ক থাকতে হবে। সালাউদ্দিনের চলে যাওয়া উচিত : প্রতাপ শংকর হাজরা প্রতাপ শংকর হাজরা বলেছেন, এখন কাজী সালাউদ্দিনের চলে যাওয়া উচিত। তার উচিত চলে গিয়ে নতুন কাউকে কাজ করার সুযোগ করে দেয়া। ওনার কাছে আমাদের আর কোনো আশা নেই। নতুন কেউ আসলে তার কাছে প্রত্যাশা করতে পারব। ফুটবল ছাড়া সব সেক্টরেই উন্নতি : কায়সার হামিদ কায়সার হামিদ বলেছেন, দেশের সব সেক্টরে উন্নতি হচ্ছে। শুধু ফুটবলে আমরা পিছিয়ে। বাফুফের সভাপতি পদে কি মধু আছে বুঝতে পারছি না। বাফুফে সভাপতিকে দুদক তলব করে। মানুষ যখন এসব জিজ্ঞেস করে তখন লজ্জা লাগে। সময় এসেছে বাফুফেতে পরিবর্তন করার। সমুদ্র ও আকাশ জয় করছি, ফুটবলে নিন্মমুখি : খুরশিদ বাবুল খুরশিদ আলম বাবুল বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমরা আকাশ জয় করেছি, আমরা সমুদ্র জয় করেছি। শুধু ফুটবলে নিন্মমুখি। এটা সরকারকে বোঝাতে হবে। যাতে বাফুফেতে পরিবর্তন আসে। ১২ বছরেই বোঝা যায় ফুটবলের কি অবস্থা : জনি ইমতিয়াজ সুলতান জনি বলেছেন, বাফুফেতে পরিবর্তন সময়ের দাবি। আমাদের বক্তব্য ব্যক্তিগত কাউকে নিয়ে নয়, বাফুফের নেতৃত্ব নিয়ে। আমরা চাই না ফুটবল আরো পিছিয়ে যাক। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ফুটবলের অবস্থা বিশ্লেষণ করলেই বোঝা যাবে কোন অবস্থায় নেমেছে বাংলাদেশ। হ্যাঁ-না ভোট দেয়া হোক, জিতলে তিনি থাকবেন : আসলাম শেখ মোহাম্মদ আসলাম বলেছেন, কাজী সালাউদ্দিন সভাপতি থাকবেন কি থাকবেন না, তা নিয়ে সারাদেশে হ্যাঁ-না ভোট দেয়া হোক। যদি তিনি জিতে যান, তাহলে থাকবেন। আমাদের কোনো আপত্তি নেই। বাদল রায় সভাপতি পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। কোনো কারণে বাদল রায় নির্বাচন করতে না পারলে আমি সভাপতি পদে দাঁড়াব। সালাউদ্দিন তো বিএনপির লোক : ওয়াহিদুজ্জামান পিন্টু ওয়াহিদুজ্জামান খান পিন্টু বলেছেন, বাদল রায় বীরের মতো নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আমি বাদল রায়কে বলব- তুমি এগিয়ে চলো। আমাদের শক্তি, মেধা ও অর্থ সবকিছু দিয়ে তোমাকে সহায়তা করব। সালাউদ্দিনকে কেন মডেল ধরে থাকবে মানুষ? সে তো বিএনপির লোক। এক সময় ভাইস প্রেসিডেন্ট ছিল নাকি এমন শুনেছি। রুহুল আমিন সাহেব কেন সরে দাঁড়িয়েছেন, জানি না। তবে তিনি আমাদের সাথে আছেন। বাদল রায় আমাদের মডেল। সুনাম ধরে রাখতে পারেননি সালাউদ্দিন : আলফাজ আলফাজ আহমেদ বলেছেন, কাজী সালাউদ্দিন ফুটবলার হিসেবে যে সুনাম অর্জন করেছিলেন, সংগঠক হিসেবে সেটা পারেননি। গত ১২ বছরে তিনি তার সুনাম ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। এখন তার সরে যাওয়া উচিত নিজের থেকেই। ফলাফল যাই হোক বাদল রায়ের সঙ্গে আছি : আরমান মিয়া মো. আরমান মিয়া বলেছেন, বাফুফেতে পরিবর্তন দরকার। আর কত সময় চান কাজী সালাউদ্দিন? ১২ বছর তো কম সময় নয়। স্বনামধন্য একজন ফুটবলার হিসেবে তার সরে যাওয়া উচিত। আমি বলব আপনি সরে গিয়ে অন্যকে সুযোগ দিন। বাদল রায়কে ধন্যবাদ সাহসী ভূমিকার জন্য। ভোটে ফলাফল যাই হোক আমরা বাদল রায়ের সঙ্গে আছি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uSUY1K
March 05, 2020 at 02:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top