লন্ডন, ৩১ মার্চ - ক্রিকেটের ভরা মৌসুম কিন্তু মাঠে নেই কোনো খেলা। এর কারণ আর কিছু নয়, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের জন্য সতর্কতাস্বরুপ বন্ধ রাখা হয়েছে সবধরনের ক্রিকেট। যার ফলে গৃহবন্দী অলস সময় কাটছে ক্রিকেটারদের। তবে এ অলস সময়টাকে একটু অন্যভাবেই ব্যবহার করছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। যেহেতু ক্রিকেট পাগল, তাই নিজের ছোট্ট ছেলের সঙ্গে ঘরের মধ্যেই শুরু করে দিয়েছেন খেলা। যেখানে রীতিমতো বাবা জো রুটের ঘাম ঝরাচ্ছেন ছেলে আলফ্রেড উইলিয়াম রুট। বাসার ফ্লোরে খেলা এই ক্রিকেটে এরই মধ্যে ৫০০ রান করে ফেলেছে আলফি, এমনটাই জানিয়েছেন রুট। ছেলেকে বোলিং করতে করতে নিজের ফিল্ডিং অনুশীলনটাও হয়ে যাচ্ছে বলে জানালেন ইংলিশ অধিনায়ক। ব্যাটিং অনুশীলনের জন্য শীঘ্রই স্ত্রী ক্যারে কটরেলকে দিয়ে থ্রোডাউন করাবেন রুট। ইংলিশদের টেস্ট অধিনায়ক বলেন, আমার স্ত্রী এখনও থ্রোডাউন করা শুরু করেনি। তবে আমি এরই মধ্যে অনেক ফিল্ডিং করে ফেলেছি এবং আলফিকে থ্রোডাউন করছি। এখন সম্ভবত ৪ উইকেটে ৫০০ রান নিয়ে ব্যাট করছে আলফি। বুঝতেই পারছেন, এখানে পুরোপুই ব্যাটিংবান্ধব উইকেট। বর্তমান করোনা পরিস্থিতিকে খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন রুট। গত শনিবার এ বিষয়ক একটি জরুরি বার্তাও দিয়েছেন সকলের উদ্দেশ্যে। নিজ উদ্যোগে শেফিল্ড শিশু হাসপাতালের পৃষ্ঠপোষক হয়েছেন এবং চেষ্টা করছেন এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় যথাসাধ্য সাহায্য করতে। রুট বলেন, আমি এই পরিস্থিতিকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। যতটা সম্ভব বাসার ভেতরেই থাকার চেষ্টা করছি এবং শারীরিক স্পর্শ এড়িয়ে চলছি। এখন অনলাইন শপ থেকে কিছু পাওয়াও মুশকিল। তাই চেষ্টা করছি নিজেদের রান্নাঘরেই অভিনব কিছু করতে এবং ফ্রিজে যা কিছু আছে তার পূর্ণ ব্যবহার করতে। যাতে কোনোকিছুর অপচয় না হয়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xzoIlh
March 31, 2020 at 06:47AM
31 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top