লন্ডন, ১৮ মার্চ - লন্ডনের বেক্সলের নিজ বাড়িতে পরিবারসহ সেলফ আইসোলেশনে আছেন বাংলাদেশ ফুটবলের প্রধান কোচ জেমি ডে। করেনোভাইরাস আতঙ্কে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না বলে সন্ধ্যায় জানিয়েছে দুই বছর ধরে বাংলাদেশ ফুটবলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা এই ইংলিশ। করোনাভাইরাসের কারণে ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচগুলো স্থগিত হওয়ায় ছুটিতে গেছেন জেমি ডে। যাওয়ার পর থেকেই একপ্রকার ঘরেই সময় কাটাচ্ছেন তিনি। স্ত্রী ও চার ছেলে নিয়ে জেমি ডের সংসার। জানালেন এ মুহূর্তে পরিবারের সবাই ঘরেই আছেন। জাগো নিউজের অনুরোধে পুরো পরিবারের একটি ছবিও পাঠিয়েছেন লন্ডন থেকে। জেমি ডে বললেন, আমি লন্ডনের যে এলাকায় আছি সেখানে মানুষের চলাচল আগের চেয়ে কম। জরুরি কাজ না থাকলে মানুষ ঘরের বাইরে যাচ্ছে না। বেশিরভাগ মানুষই নিজ ঘরে সেলফ আইসোলেশনে আছেন। আমি বা আমার পরিবারের কেউও বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাই না। আমি মনে করি, আগামী কয়েক সপ্তাহ মানুষ ঘরে অবরুদ্ধ হয়ে থাকবে। এ মুহূর্তে সবাই খুবই সতর্ক। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TWD7Rl
March 18, 2020 at 05:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top