করোনাভাইরাসের কারণে পুরো ইউরোপ এখন লকডাউন। ইতালি, স্পেন দাপিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাস। খেলাধুলা সব বন্ধ। অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এই সময়ে ইউরোপের অনেক ফুটবলারই চলে গেছেন সেলফ কোয়ারেন্টাইনে। ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে অনেক ফুটবলারই চলে গেছেন আইসোলেশনে। তেমনি রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুসও চলে গেছে সেলফ আইসোলেশনে। বার্লিনে তিনি নিজ বাড়িতে রয়েছেন স্ত্রী এবং সন্তানদের নিয়ে। কিন্তু টনি ক্রুস সম্পর্কে ছড়িয়ে পড়ে, আইসোলেশনে থাকলেও টনি ক্রুস তার নিজের বাড়িতে কোনো টিস্যুই সংগ্রহে রাখেননি। তাহলে কিভাবে তিনি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাবেন? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব গুঞ্জনের জবাবে তিনি আসল তথ্য জানিয়েছেন। বলেছেন, নিজের বাসায় খুব ভালোভাবেই রয়েছেন তিনি। ঘরে বসে থাকলেও দারুণ ফুর্তিতে সময় কাটাচ্ছেন তিনি। প্রোসিয়েবেনের বার্লিন লেট নাইট প্রোগ্রামে দেয়া সাক্ষাৎকারে টনি ক্রুস বলেন, আমি এবং আমার পরিবারের সদস্যরা ভালো অবস্থায় রয়েছি এবং কোনো করোনা উপসর্গ নেই। শুধু তাই নয়, আমি বিরক্ত নই। কিভাবে এমন ফুরফুরে রয়েছেন? এ রহস্য জানান টনি ক্রুস। তিনি বলেন, আপনি চিন্তা করুন, আমার তিনজন শিশু রয়েছে। এদের সঙ্গে দিন কাটে। বিরক্ত হয়ে যাওয়ার কোনো কারণই নেই। মূল বিষয় হচ্ছে আমরা সবাই খুব ভালো আছি এবং আমার বাসায় যথেষ্ট টয়লেট পেপার রয়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা কখন অনুষ্ঠিত হবে এটা নিয়ে আমরা খুব চিন্তিত। মূল বিষয় হচ্ছে, আমরা এমন একটা প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে সময় পার করছি, যেটা অদৃশ্য। আশা করি, সবই স্বাভাবিক হয়ে যাবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3b5NB6u
March 18, 2020 at 05:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top