রিয়াদ, ১৪ মার্চ - সৌদি আরবের মক্কায় শুক্রবার নতুন করে ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে সরকারি হিসাবে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৬-তে দাঁড়ালো। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্টেন্ট মামুনুর রশিদ জানিয়েছেন, নতুন করে আক্রান্তদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তদের মধ্যে এক সৌদি নাগরিক ফ্রান্স থেকে দেশে ফিরেছিলেন। আরেকজন ইতালি থেকে দেশে ফিরেছিলেন। আক্রান্তদের মধ্যে ৩৮ পুরুষ, ৪৮ নারী এবং দুই শিশুও রয়েছে বলে জানা গেছে। মামুনুর রশিদ জানান, করোনা ভাইরাসে আক্রান্তরা সবাই মক্কায় একটি হাসপাতালে আইসোলেশনে আছে। আক্রান্ত ৮৬ জনের ৩৩ জন সৌদি নাগরিক। বাকিরা দেশটির নাগরিক নয়। তাদের মধ্যে ৪৮ জন মিশরীয়, দুইজন বাহরাইনি, একজন মার্কিন, একজন লেবানিজ ও একজন বাংলাদেশি। আক্রান্তদের মধ্যে একজনকে ইতোমধ্যেই বাসায় পাঠানো হয়েছে। বাকিরা হাসপাতালে রয়েছে। তবে এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। এন এ/ ১৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xCWztI
March 14, 2020 at 07:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top