বয়স তার ৭৪ বছর। কতটা অদম্য প্রাণশক্তির অধিকারী হলে এই বয়সেও ফুটবল খেলা যায়! যেনতেন ফুটবল ম্যাচ নয়, রীতিমত পেশাদার ফুটবল খেললেন দাদার বয়সী ফুটবলার এজেলদিন বাহাদের। শনিবার মিসরীয় এই ফুটবলারের পেশাদার ফুটবলে অভিষেক হলো ৭৪ বছর বয়সে। তৃতীয় বিভাগের ম্যাচ হলে ইতিহাসই সৃষ্টি করলেন তিনি এবং অভিষেক ম্যাচেই গোল করে ইতিহাস সৃষ্টি করলেন এজেলদিন বাহাদের। ৭৪ বছর বয়সে ফুটবল ম্যাচে অভিষেক করেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার অপেক্ষায় এজেলদিন। আর একটি ম্যাচ খেলতে পারলেই তার নাম উঠে যাবে বিশ্ব রেকর্ডের পাতায়। তবে তার নিজের ক্লাবের আগামী ৫টি ম্যাচ খেলার কথা রয়েছে তার। নিজের অভিষেক ম্যাচে গোল করে নিজের রেকর্ডটাকে তিনি করে তুলছেন আরও মহিমান্বিত। বিশ্বের সবচেয়ে বেশি বয়সে ফুটবল খেলার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা বর্তমান ফুটবলার হলেন ইসরায়েলের গোলরক্ষক আইজ্যাক হায়েক। ২০১৯ সালে এফসি আয়রনি কিংবা ইয়াহুদার হয়ে ৭৩ বছর বয়সে খেলতে নেমে রেকর্ড গড়েন। কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে তার রেকর্ডটাকে নিজের দখলে নিয়ে নিচ্ছেন বাহাদের। যার জন্ম হয়েছে ১৯৪৫ সালের ৩ নভেম্বর। এজেলদিন বাহাদের খেলেন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। মাত্র ৬ বছর বয়সে কায়রোতে ফুটবল কেলা শুরু করেন তিনি। যে দলের হয়ে খেলেছিলেন, তখন পেনাল্টি থেকে একটি গোল করে নিজের দলকে ১-১ ব্যবধানে ড্র করান এলজেদিন। গত জানুয়ারিতেই ৬ জনের দাদা বাহাদের একজন পেশাদার ফুটবলার হিসেবে তালিকাভূক্ত হন মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনে। যদিও তার নিজের জীবনটা কেটেছে সিভিল ইঞ্জিনিয়ারিং কনাসালট্যান্ড হিসেবে। বিবিসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সবচেয়ে বেশি বয়সে ম্যাচে অভিষিক্ত হয়ে গোল করেছি। যা একটি রেকর্ড। এর চেয়ে ভালোলাগার আর কি হতে পারে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vMneUs
March 11, 2020 at 03:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top