ঢাকা, ১১ মার্চ - অধরা খান, আসিফ নূর ও সুমিত সেনগুপ্তকে নিয়ে ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিলো পাগলের মতো ভালোবাসি সিনেমার। সে ছবির শুটিং হয়েছেন প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে। প্রযোজনা প্রতিষ্ঠান সিক্স ডি প্রোডাকশনস দীর্ঘ সময় নিয়ে অবশেষে ছবিটি মুক্তি দিতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ছবিটি সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। ফলে ছবির মুক্তিতে কোনো বাধাই রইল না। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক শাহীন সুমন। তিনি বলেন, ৮ মার্চ পাগলের মতো ভালোবাসি দেখার পর সেন্সর বোর্ড ছবিটি মুক্তির অনুমতিপত্র দিয়েছে। ঈদের আগে মুক্তির কোনো তারিখ খালি নেই। তাই আমরা ঈদুল ফিতরের পর ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। পাগলের মতো ভালোবাসি ছবির গল্প ত্রিভুজ প্রেমের। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা শাহীন সুমন। এর প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন আসিফ, অধরা ও সুমিত। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন সাদেক বাচ্চু ও জয় রাজ প্রমুখ। এ ছবির জন্য গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। এছাড়া সংগীত পরিচালনায় রয়েছেন শওকত আলী ইমন এবং আহমেদ হুমায়ুন। এন এইচ, ১১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IAo0X4
March 11, 2020 at 03:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top