ঢাকা, ১১ মার্চ - বাংলাদেশে শনাক্ত হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী। তাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারাদেশে। রাষ্ট্রীয়ভাবেও সতর্ক করা হচ্ছে নাগরিকদের। বলা হচ্ছে সবরকম গণজমায়েত ও গণপরিবহন এড়িয়ে চলতে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথাও ভাবছে সরকার। এসব কারণে নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না ঊনপঞ্চাশ বাতাস ছবিটি। কথা ছিলো ১৩ মার্চ প্রেক্ষাগৃহে আসবে এই সিনেমাটি। কিন্তু সেটি হচ্ছে না। ছোট পর্দার নির্মাতা মাসুদ হাসান নির্মাণ করেছেন ঊনপঞ্চাশ বাতাস। তিনি বলেন, সবখানে এখন করোনাভাইরাস আতঙ্ক। আমাদের দেশেও সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন সবার সচেতন থাকা জরুরি। কারণ জীবন আগে। তারপর বিনোদন। সে কারণে আমরা ঊনপঞ্চাশ বাতাস ছবির মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। সিনেমাটি কবে মুক্তি পাবে এ ব্যাপারে তিনি কলেন, এটা নির্ভর করছে করোনাভাইরাস আগামী দিনগুলোতে দেশের মানুষের ওপর কেমন প্রভার ফেলে তার ওপর। সবকিছু পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে। ঊনপঞ্চাশ বাতাস ছবিতে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। আরও অভিনয় করেছেন ইনামুল হক, মানস বন্দ্যোপাধ্যায়, ইলোরা গওহর, সেঁজুতি, খায়রুল বাসার প্রমুখ। একটি গান করেছেন অর্থহীন ব্যান্ডের বেজ গিটারিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন। ছবিটি মুক্তি পাচ্ছে রেড অক্টোবরের ব্যানারে। গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায়। তিন মিনিটের এই ট্রেলারে ছবির গল্প নিয়ে কোনো আভাস দেননি নির্মাতা। ভৌতিক ও রহস্যে ঘিরে রাখে পুরো ট্রেলার। তাই ছবিটি নিয়ে সবার প্রত্যাশা ছিলো ইতিবাচক। আপাতত সেই প্রত্যাশা পূরণের অপেক্ষা দীর্ঘ হলো। এন এইচ, ১১ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38zggiQ
March 11, 2020 at 03:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন