ইসলামাবাদ, ১১ মার্চ - মুশফিকুর রহীম পাকিস্তানে যাচ্ছেন না। কোনোমতেই তাকে রাজি করাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে ছাড়াই তৃতীয় দফায় পাকিস্তান সফরে যেতে হবে টাইগারদের। পাকিস্তান সফরে একমাত্র মুশফিক ছাড়া বাংলাদেশ দলের সবাই যেতে রাজি হন। দুই দফায় তারা টি-টোয়েন্টি সিরিজ আর টেস্ট খেলেও এসেছেন। তৃতীয় দফায় এপ্রিলে একটি টেস্ট আর একটি ওয়ানডে খেলতে যাবে টাইগাররা। এই অংশে মুশফিককে পেতে চেষ্টার ত্রুটি রাখেনি বিসিবি। কিন্তু উইকেটরক্ষক এই ব্যাটসম্যান নিজের সিদ্ধান্তে অনড়। সাফ জানিয়ে দিয়েছেন, এবারও পাকিস্তান তিনি যাবেন না। মূলত নিরাপত্তা শঙ্কাতেই পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্ত মুশফিকের। তার পরিবার চাইছে না, পাকিস্তানে গিয়ে মুশফিক খেলুন। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখন বেশ ভালো, এমন আশ্বাসেও কাজ হয়নি। মুশফিকের এই সফর থেকে সরে যাওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান। প্রথম দুই দফায় না গেলেও অন্তত শেষ দফায় পাকিস্তান সফরে যাবেন তিনি, এমন আশা দেশটির ক্রিকেট সমর্থক থেকে শুরু করে খেলোয়াড়দেরও। বাংলাদেশি উইকেটরক্ষককে নিয়ে তাই কথা হচ্ছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। ৭ মার্চ রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড আর পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচ শেষে আলোচনায় উঠে মুশফিকের নামটি। ম্যাচের পর পিএসএলের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে পেশোয়ার জালমির পেসার হাসান আলি জানান, নিরাপত্তা নিয়ে ক্যারিবীয় কার্লোস ব্রাথওয়েটের মতো বিদেশি খেলোয়াড়রা বেশ সন্তুষ্ট আছে। সেখানেই এক কথা দু কথায় মুশফিকের প্রসঙ্গ আসে। মুশফিককে নিয়ে হাসান আলি বলেন, কার্লোস ব্রাথওয়েট (ম্যাচের দিন) আমাকে জিজ্ঞেস করেছিল, বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহীম পাকিস্তানে আসছে না কেন? আমি তাকে বললাম, ঠিক জানি না। কিন্তু আমি মনে করি তার আসা উচিত, তাদের পুরো দল যেভাবে এসেছে। কার্লোস ব্রাথওয়েটও বলছিল, তার (মুশফিক) আসা উচিত। কারণ পাকিস্তান একটি নিরাপদ দেশ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3aCnGmS
March 11, 2020 at 03:08AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন