মুম্বাই, ১১ মার্চ - কিংস ইলেভেন পাঞ্জাব কোচিং স্টাফে যোগ করলো দুই আফ্রিকানকে। আইপিএলের আসন্ন মৌসুমে দলটির হয়ে কাজ করবেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট আর কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডস। রোডস এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কাজ করেছেন। তিনি পাঞ্জাবের ফিল্ডিং কোচ হিসেবেই নিয়োগ পাচ্ছেন। ল্যাঙ্গাভেল্ট দায়িত্ব নেবেন বোলিং কোচ হিসেবে, বাংলাদেশ থেকে চাকরি ছেড়ে এখন তিনি নিজের দেশে এই দায়িত্বে আছেন। এদিকে কিংস ইলেভেন পাঞ্জাব তাদের সহকারী কোচ হিসেবে বেছে নিয়েছে ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে। দলটির ওয়েবসাইটে জিম্বাবুইয়ান এই কোচ বলেন, কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচ হিসেবে নির্বাচিত হওয়ায় আমি খুবই রোমাঞ্চিত। আসন্ন আইপিএলে হেড কোচ অনিল কুম্বলের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি আমি। ফ্লাওয়ার যোগ করেন, দলটাকে দারুণ মনে হচ্ছে। আমাদের দারুণ একটি লাইনআপ আছে। সাপোর্ট স্টাফও উঁচুমানের। আমরা কি করতে পারি, বিশ্বকে দেখাতে মুখিয়ে রয়েছি। কিংস ইলেভেন পাঞ্জাব কখনই আইপিএলের শিরোপা জিততে পারেনি। এবার তারা দলে ভিড়িয়েছে ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, হার্ডাস ভিলজয়েন, জিমি নিশাম, ক্রিস জর্ডানের মতো বিদেশি তারকাদের। আইপিএলের এবারের আসর শুরু হবে আগামী ২৯ মার্চ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস। কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ পরের দিন, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TFSai1
March 11, 2020 at 03:05AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন