ঢাকা, ১১ মার্চ - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমা। জীবনী নির্ভর সিনেমা বঙ্গবন্ধু নির্মাণের দায়িত্ব পেয়েছেন বায়োপিকের মাস্টারখ্যাত নন্দিত নির্মাতা শ্যাম বেনেগাল। বেশ গুছিয়ে সিনেমটির প্রস্তুতি নিয়েছেন তিনি। এরই মধ্যে গেল ১ মার্চ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক গেজেটে বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমার অভিনেতা অভিনেত্রীদের প্রাথমিক ৫০ জনের আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ১৭ মার্চ থেকে ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির সিনেমাটির শুটিং শুরু হবে। তবে দেশে করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় এর শুটিং পেছানো হয়েছে। জানা গেছে, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে সিনেমাটির শুটিং। মঙ্গলবার (১০ মার্চ) রাতে সিনেমাটির কাস্টিং ডিরেক্টর বাহারউদ্দিন খেলন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই প্রসঙ্গে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। প্রসঙ্গত, সম্প্রতি ঘোষিত প্রাথমিক তালিকা অনুসারে জানা গেছে, বঙ্গবন্ধু সিনেমায় তরুণ বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আরিফিন শুভকে। এখানে বেগম মুজিবের চরিত্রে দিঘি ও নুসরাত ইমরোজ তিশা অভিনয় করবেন। শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয় করবেন। এ ছাড়াও হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে তৌকীর আহমেদ, তাজউদ্দীন আহমদের চরিত্রে চিত্রনায়ক ফেরদৌস, খন্দকার মোস্তাক চরিত্রে ফজলুর রহমান বাবু, শেখ কামাল চরিত্রে রওনক হাসান, আইয়ুব খানের চরিত্রে মিশা সওদাগর, তোফাজ্জল হোসেন (মানিক মিয়া) চরিত্রে তুষার খান অভিনয় করবেন। সিনেমায় শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। এন এইচ, ১১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38LTYKY
March 11, 2020 at 03:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top