ঢাকা, ১১ মার্চ - প্রথমে কথা ছিল আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন; কিন্তু আজ বেলা একটায় একনেকের বৈঠকে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজেই প্রধানমন্ত্রীর সাথে বিসিবি সভাপতির দুপুরে যে বৈঠক করার কথা ছিল তা আর হয়নি। বিসিবি সূত্র জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিয়েছেন। ওই সময় বিসিবি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। প্রসঙ্গতঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে অন্যসব সংগঠন ও প্রতিষ্ঠানের মত দেশের ক্রিকেটের অভিভাবক বিসিবিও বড়সড় উদ্যোগ নিয়েছিল। বিসিবির পরিকল্পনায় আছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আর এক আকর্ষণীয় কনসার্ট আয়োজন। আগামী ১৮ মার্চ ভারতের বিশ্ব বরেণ্য সঙ্গীতজ্ঞ এআর রহমানের কনসার্ট এবং ২১ ও ২২ মার্চ বিশ্ব একাদশ এবং অবশিষ্ট এশিয়া একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা। এখন করোনা ভাইরাসের কারণে সেই ম্যাচ দুটি যথা সময়ে অনুষ্ঠিত হবে কি না, সেটাই দেখার বিষয়। আগেই জানা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং মুজিব শতবর্ষ উপলক্ষে বৃহৎ জনসমাগম করার আগে জনস্বাস্থ্য ও জনকল্যাণের দিকটি মাথায় রাখার কথা বলেছেন। এরই মধ্যে ব্যাপক জনসমাগম হতে পারে- এমন একাধিক সমাবেশ সাময়িকভাবে স্থগিতও করা হয়েছে। কাজেই প্রধানমন্ত্রী ক্রিকেটের ওই দুই বড় কার্যক্রম পূর্ব নির্ধারিত সময়ে আয়োজনের অনুমতি দিবেন, না আপাততঃ বন্ধ রেখে পরবর্তীতে করোনা ভাইরাস আতঙ্ক থামার পর অনুষ্ঠানের কথা বলবেন- সেই নির্দেশের অপেক্ষায় বিসিবি। বোর্ড থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ডের নীতি নির্ধারকদের সাথে কথা বলে দ্রুত মিডিয়াকে জানিয়ে দেবেন। এখন যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিবি সভাপতিকে সন্ধ্যা ৬টায় দেখা করার সময় দিয়েছেন। এরপর আর পাপন ব্রিফ করবেন কিনা সন্দেহ। সে ক্ষেত্রে কাল বুধবার বাংলাদেশ ও জিম্বাবুয়ের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে শেরে বাংলায় প্রেস মিট করতে পারেন বিসিবি বিগ বস। সেই নির্দেশের অপেক্ষায় বিসিবি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q2w9rq
March 11, 2020 at 03:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top