লক্ষ্ণৌ, ১১ মার্চ - আরও একটি সুপার ওভারের ম্যাচ। সুপার ওভার মানেই যেন নিউজিল্যান্ড। কিন্তু এবার আর নিউজিল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। সুপার ওভারে ম্যাচ গড়ালো আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের ম্যাচেও। আর সেখানেই কেভিন ওব্রায়েনের দুর্দান্ত ব্যাটিংয়ে সুপার জয় পেলো আয়ারল্যান্ড। হোম ভেন্যু হিসেবে আফগানিস্তান ব্যবহার করছে ভারতেরই কয়েকটা ভেন্যু। এর মধ্যে উত্তর প্রদেশের বৃহত্তর নয়ডার স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে আইরিশরা। ৩৭ রান করেন গ্যারেথ ডিলানি। হ্যারি ট্যাক্টর করেন ৩১ রান। এছাড়া কেভিন ওব্রায়েন করেন ২৬ রান। ১২ রানে অপরাজিত থাকেন সিমি সিং। আফগানিস্তানের নাভিন-উল হক এবং কায়েস আহমেদ নেন ৩টি করে উইকেট। জবাব দিতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ৪২, আসগর আফগানের ৩২ রান সত্ত্বেও আফগানিস্তানকে থামতে হয় ১৪২ রানেই। ফলে দুদলেরই ইনিংস সমান হয়ে যায়। ফল নির্ধারণে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। মোহাম্মদ নবি এবং রাহমানুল্লাহ গুরবাজ ব্যাট করতে নেমে খুব বেশি সংগ্রক করতে পারেননি। মাত্র ৮ রান তোলে স্কোরবোর্ডে। শেষ বলে রান বাড়াতে গিয়ে রানআউটের শিকার হন রহমানুল্লাহ গুরবাজ। জবাবে ৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় বলে উইকেট হারায় আইরিশরা। পল স্টার্লিংকে ফিরিয়ে দেন রশিদ খান। শেষ বলে প্রয়োজন হয় ৩ রানের। কিন্তু কেভিন ওব্রায়েন রশিদ খানকে ছক্কা হাঁকিয়ে জয় উপহার দেন আয়ারল্যান্ডকে। তবে এই ম্যাচের আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল আফগানরা। প্রথম দুই ম্যাচ জিতেছিল আসগর আফগানের দল। শেষ ম্যাচ হারলেও তাদের খুব বেশি ক্ষতি হয়নি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wLuJuK
March 11, 2020 at 02:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top