নয়া দিল্লী, ২৬ মার্চ- করোনাভাইরাস প্রতিরোধে গোটা ভারতে চলছে ২১ দিনের লকডাউন। কিন্তু বেশিরভাগ মানুষ এই লকডাউনকে ছুটি ভেবে ঘুরেফিরে বেড়াচ্ছে। বাংলাদেশেও দেখা গেছে লাখ লাখ মানুষকে বাড়ি যেতে। কিন্তু এই লকডাউন মানে ছুটি নয়, সেটা সবাইকে স্মরণ করিয়ে দিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসের ভয়াবহতার কথা তুলে ধরেন। সেই সঙ্গে তিনি বলেন, এই লকডাউনও একধরনের জনতা কার্ফু। কিন্তু এই লকডাউন দেশের কিছু মানুষের কাছে যেন উত্সবের মতো। লকডাউন মানে তাদের কাছে ছুটির মেজাজ। সেই সব মানুষদের কাছে আর্জি জানিয়েছেন ক্রিকেট ঈশ্বর। টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমাদের সরকার আমাদের সকলকে আগামী ২১ দিনের জন্য আমাদের বাড়ি ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করেছে। তবুও অনেকে এই নির্দেশনা অনুসরণ করছেন না। এই কঠিন সময়ে আমাদের সবার কর্তব্য যে আমরা ঘরে বসে থাকি এবং এই সময়টি আমাদের পরিবারের সাথে কাটিয়ে থাকি এবং করোনা ভাইরাসকে নির্মূল করি। ছুটির মেজাজ দেখাবেন না। গোটা দেশে এখন লকডাউন চলছে। সরকার এবং চিকিৎসকদের দেখানো পথেই এগিয়ে চলুন। সূত্র: কালের কণ্ঠ আর/০৮:১৪/২৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UITVKW
March 26, 2020 at 11:22AM
26 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top