ঢাকা, ২৬ মার্চ- স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভক্তদেরও সচেতন করছেন। শুধু মাহি নন শোবিজের কোনো তারকাই এখন আর ঘর থেকে বের হচ্ছেন না। পাশাপাশি ভক্ত-অনুসারীদেরও নিরাপদে থাকার জন্য সচেতনতামূলক ভিডিও প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাত দিন ধরে নিজেকে গৃহবন্দি রাখা মাহি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসা থেকে বের হবেনন বলেই জানালেন। মাহি বলেন, বাইরে বের হলেই এই ভাইরাস ছড়ানোর সুযোগ আছে। তাই সবারই ঘরে অবস্থান করা বুদ্ধিমানের কাজ হবে। এই অভিনেত্রী ঘরে কীভাবে সময় কাটাচ্ছেন? জানতে চাওয়া হলে বলেন, কাজের মানুষদের ছুটি দিয়েছি আগেই। বাসায় প্রতিদিন নিজের কাজ নিজেই করছি। ঘর গোছাচ্ছি, সাজাচ্ছি। দিনে ও রাতে কিছু সময় ফেসবুক বন্ধুদের সঙ্গে থাকছি। আগে টেলিভিশনে খবর শোনা হতো না, এখন দিনরাত অনেকবার খবর দেখছি। তবে বাসায় থাকলেও আতঙ্ক কাটাচ্ছে হচ্ছে দিন। পরিস্থিতি কোন দিকে যাবে সেটা ভাবাচ্ছে তাকে। খবরে যেভাবে মানুষের বাড়ি ফেরার জন্য ভিড় দেখেছেন সেটা তার উৎকণ্ঠা বাড়িয়ে দিচ্ছে বলেই জানালেন। তাই মন্তব্য করলেন, করোনায় স্রষ্টার বিশেষ কৃপা ছাড়া আমাদের বাচানো সম্ভব নয়। আর/০৮:১৪/২৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Uhia3A
March 26, 2020 at 11:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top