ঢাকা, ১৩ মার্চ - সলোমন কিং কনফার্ম ও পা ওমর জোবে-এই দুই গাম্বিয়ান শেখ জামাল ধানমন্ডি ক্লাবে এখন সবচেয়ে সমাদৃত। এই দুইজনের দারুণ রসায়নে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা এগিয়ে চলছে লাফিয়ে লাফিয়ে। চট্টগ্রাম আবাহনীর কাছে হার দিয়ে শুরু। পরের ম্যাচে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সলোমন ও জোবে গোল করে দলকে ফিরিয়েছিলেন জয়ে। আজ (বৃহস্পতিবার) সেই তারাই দলকে উপহার দিলেন চতুর্থ জয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। যে জয়ে বিগ বাজেটের দলগুলোকে টপকে জামাল উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে। প্রথম ম্যাচ হারের পর আর পেছনে তাকায়নি শেখ জামাল। মুক্তিযোদ্ধাকে ২-১, আরামবাগকে ৪-১, সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারানোর পর পঞ্চম ম্যাচে ২-০ ব্যবধানে জয় শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে। বসুন্ধরা কিংস আর আবাহনীর মতো দল এবার টানা দুই ম্যাচের বেশি জয় পায়নি, সেখানে শেখ জামাল এক এক করে তুলে নিল টানা চার জয়। দলটির ধারাবাহিক এ সাফল্যে বড় অবদান তাদের তিন বিদেশির। অন্যজন আইভরিকোস্টের বাল্লো ফামুসা। এদিকে এবারের লিগটা ভালো যাচ্ছে না শেখ রাসেল ক্রীড়া চক্রের। ৬ ম্যাচের মধ্যে এ নিয়ে তৃতীয়টি হারলো সাবেক চ্যাম্পিয়নরা। শেখ জামালের কাছে হারায় দলটি পয়েন্ট টেবিলে সেই ৮ নম্বরেই পড়ে রইলো। ২৪ মিনিটে সলোমন কিংয়ের গোলে এগিয়ে যায় শেখ জামাল। ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওমর জোবে। ৪ জয়ে ১২ পয়েন্ট এখন শফিকুল ইসলাম মানিকের দলের। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IKdSuY
March 13, 2020 at 03:26AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন