ধর্মশালা, ১৩ মার্চ - বৃষ্টির কারণে টসই হলো না ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডের। ফলে এক বলও মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হলো ম্যাচটি। আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচকে ঘিরে শঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত শঙ্কাই সত্য হলো। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিছুতেই না কমায় অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচের আগে থেকেই বৃষ্টি ছিল। এই বৃষ্টি আর বন্ধ হয়নি। ফলে টস ছাড়াই ম্যাচটি বাতিল হয়েছে। দুদলের সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১৫ মার্চ, লক্ষ্ণৌতে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xwTqeN
March 13, 2020 at 03:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top