ঢাকা, ১১ মার্চ- জনপ্রিয় অভিনেত্রী নাসরিন গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুয়েক দিনের মধ্যেই তার অস্ত্রোপচার করা হবে। চিকিৎসকরা জানান, নাসরিন দীর্ঘদিন ধরে পেটে টিউমার সমস্যায় ভুগছেন। টিউমার এখন আয়তনে অনেক বড় হয়ে গেছে। এখনই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা না গেলে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। জানা গেছে, নাসরিনের টিউমারটি অনেক বড় আকার ধারণ করেছে। শরীরে রক্তশূন্যতা চলছে। এরই মধ্যে কয়েক ব্যাগ রক্ত পুশ করা হয়েছে। আরও রক্ত লাগবে। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে নাসরিনের পরিবার। নাসরিক সহস্রাধিক ছবিতে অভিনয় করেছেন। পার্শ্বচরিত্রে অভিনয় করা নাসরিন কৌতুক অভিনেতা দিলদারের সঙ্গে জুটি গড়ে খ্যাতির আসনে অধিষ্ঠিত হন। এর পর নানামুখী চরিত্রে অভিনয় করেন তিনি। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সত্তা সিনেমায় অনন্য অভিনয়ের জন্য নাসরিন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন। নাসরিন দুই সন্তানের জননী। স্বামী রিয়েল খানও চলচ্চিত্র অভিনেতা। এম এন / ১১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q7a4bv
March 11, 2020 at 09:11AM
11 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top