ঢাকা, ২৪ মার্চ - করোনা এখন আর শুধু ভাইরাস নয়, মুর্তিমান আতঙ্ক নয়, বড় ধরনের মৃত্যু ঝুঁকিও বটে। এই প্রাণঘাতি করোনায় গোটা বিশ্ব এখন শঙ্কিত। সারা বিশ্বেই করোনা ভাইরাসে প্রতিদিন, প্রতি ঘণ্টায় প্রাণহানি ঘটছে। এই করোনা আতঙ্কে তাই গোটা বিশ্বে এখন এক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। চীন, ইতালি, ইরান, স্পেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, কোরিয়াসহ বিশ্বের প্রায় সব দেশেই এক রকম স্থবিরতা বিরাজমান। সাধারণ মানুষের প্রতিদিনকার জীবনযাত্রা পুরোপুরি বদলে গেছে। প্রাণচাঞ্চল্য, আমোদ, প্রমোদ, বিনোদন গেছে থেমে। অনেক দেশের শতাধিক শহরে চলছে লকডাউন। জনসমাগম প্রায় দেশেই বন্ধ। অন্যসব কিছুর মত বিশ্বজুড়ে সব ক্রীড়া আসর, যেমন ফুটবল, ক্রিকেট, হকি, টেনিস, বাস্কেটবল- সবই বন্ধ। বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে এআর রহমানের কনসার্ট, বিশ্ব একাদশ আর অবশিষ্ট এশিয়া একাদশের ম্যাচ স্থগিত করা হয়েছে। বাংলাদেশের পাকিস্তান সফর আর আয়ারল্যান্ড সফরও আপাতত স্থগিত। প্রায় সব দেশের মত বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসও বন্ধ করে দেয়া হয়েছে। মাত্র এক রাউন্ড মাঠে গড়ানোর পরই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে ঢাকার ক্রিকেট তথা দেশের একমাত্র ওয়ানডে আসর প্রিমিয়ার লিগ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রাথমিকভাবে লিগ বন্ধের ঘোষণা দিয়ে বলেছেন, করোনা পরিস্থিতি এতটাই ঘোলাটে আর প্রাণঘাতি ব্যাপার হয়ে গেছে যে, এখন আসলে খেলার সময় নয়। ক্রিকেটারদের খেলা বাদ দিয়ে খুব জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন বিসিবি প্রধান। প্রিমিয়ার লিগ শুরুর সম্ভাব্য দিনক্ষণের কথা বলতে গিয়ে বিসিবি বিগ বস কোনো দিন-তারিখ উল্লেখ না করে বলেছেন, করোনা স্বাভাবিক না হওয়া পর্যন্ত লিগ শুরুর কোনই সম্ভাবনা নেই। আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন অন্তত ১৫ এপ্রিলের আগে লিগ আবার শুরুর কোনই সুযোগ ও অবকাশও নেই। কিন্তু যতই দিন গড়াচ্ছে, ততই মনে হচ্ছে ১৫ এপ্রিল কেন , ১৫ মেতেও কি লিগ শুরু করা সম্ভব হবে? শুধু তাই নয়, করোনা যেভাবে জেঁকে বসেছে আর ছড়াচ্ছে এবং যেভাবে দিনকে দিন প্রাণনাশের ঘটনা বাড়ছে- তাতে কি খুব সহসাই প্রিমিয়ার লিগ শুরু করা যাবে? এপ্রিলের পর মে মাস গড়িয়ে গেলেই সমস্যা দেখা দেবে। মানে প্রিমিয়ার লিগের ভাগ্যে নেমে আসবে দুর্যোগের ঘনঘটা। প্রথম কথা জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসার কথা। সেই সিরিজের আগে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, তাহলেও প্রিমিয়ার লিগ হবে না। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজই হবে। পাঠকরা দুদিন আগেই জেনে গেছেন, জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া এবার আসলে আর প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কোনই সুযোগ ও সম্ভাবনা নেই। কারন শুরু থেকে জাতীয় ক্রিকেটারদের পুরো লিগ পাওয়া যাবে ধরে গত লিগের চ্যাম্পিয়ন আবাহনী , প্রিমিয়ার ব্যাংক আর গাজী গ্রুপসহ কয়েকটি দল একঝাঁক জাতীয় ক্রিকেটারে দল সাজিয়েছে। ওই দলগুলো জাতীয় দলের খেলোয়াড় ছাড়া ১১ জন মাঠে নামাতেই পারবে না। আবাহনীর প্রথম একাদশের ৭ থেকে ৮ জন জাতীয় দলের। প্রিমিয়ার ব্যাংকেও অন্তত তিন থেকে চারজন। গাজী গ্রুপেও অন্তত তিনজন। খুব স্বাভাবিকভাবে ঐ দলগুলো খেলতে চাইবেনা। তার মানে লিগ হবেনা। আর জুলাই-আগস্টের ভর বৃষ্টির মৌসুম। প্রতিদিন বৃষ্টি হয়। ধরে নিতে হবে, এবারো হবে। সেপ্টেম্বরে চলে আসবে বিশ্ব টি-টোয়েন্টির প্রস্তুতি। অক্টোবর পর্যন্ত বিশ্ব টি-টোয়েন্টি। সৃষ্টি কর্তার কৃপায় করোনা পরিস্থিতি ভাল হয়ে গেলে ঐ সময় জাতীয় দল ব্যস্ত থাকবে ২০ ওভারের ঐ বিশ্ব আসর নিয়ে। তারপর নভেম্বর-ডিসেম্বর বিপিএলের সিডিউল। বাংলাদেশের ক্রিকেটে যে ধারা বহমান, তাতে চোখ বন্ধ করেই বলে দেয়া যায় , বিসিবি কোনভাবেই বিপিএল বা দিয়ে আর প্রিমিয়ার লিগ আয়োজনে ব্রত হবেনা। প্রিমিয়ার লিগ বাদ একদম হলেও বিপিএল আয়োজন করবে। যদি তাই হয় , তাহলে ২০২০ সালে আর প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কোন সম্ভাবনা ও সুযোগ নেই। হ্যাঁ, একটি সুযোগ হয়ত থাকতো। সেটা পরিবেশ পরিস্থিতির জন্য করা সম্ভব হয়নি। তাহলো যদি ১৭ মার্চ প্রথম রাউন্ডের পর বন্ধ না করে ঝুঁকি নিয়ে হলেও অন্তত ২৮-২৯ মার্চ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া যেত, তাহলে অন্তত প্রথমপর্ব মানে রাউন্ড রবিন লিগের অন্তত ৫ থেকে ৬টি ম্যাচ হয়ে যেত একেক দলের। তখন সুপার লিগ বাদ দিয়ে সিঙ্গেল লিগ দিয়েই শিরোপা নির্ধারণ করে হলেও লিগ শেষ করা যেত। সে ক্ষেত্রে পরবর্তী কোন সময়ে ১৫ থেকে ১৭ দিনে বাকি খেলা শেষ করে ফেলা যেত; কিন্তু তাও হয়নি। মাত্র একটি করে খেলা খেলেছে ১২ দল। বাকি ১০ ম্যাচ বাকি। তারপর আবার সুপার লিগ। মানে আর ৭৫ ম্যাচ বাকি। যা আয়োজন করতে কম করে হলেও ৬ সপ্তাহ। তার মানে প্রিমিয়ার লিগের ভাগ্য এবার সত্যিই অনিশ্চিত ! করেনা পরিস্থিতি দ্রুত মানে মাস খানেকের ভিতরে ভাল না হলে বিশেষ করে মে মাসের মাঝামাঝিও যদি লিঘ শুরু করা সম্ভব না হয় , তাহলে এবার লিগ আদৌ হবে কিনা সন্দেহ ! সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৪ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/399aAwc
March 24, 2020 at 02:46AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন