চাগাড়ামাস, ২৪ মার্চ - করোনাভাইরাসের কারণে সারা দুনিয়ার খেলাধুলা বন্ধ। এরই ফাঁকে বর্তমান কিংবা পুরনো সময়ের ক্রিকেট নিয়ে মূল্যায়নে মেতেছেন সাবেক ক্রিকেটাররা। ক্যারিবীয় কিংবদন্তি ক্রিকেটার শিবনারায়ন চন্দরপল বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বাছাই করলেন। তার চোখে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। যদিও নিউজিল্যান্ড সফরে যারপরনাই নিষ্প্রভ ছিলেন বিরাট কোহলি। তবুও চন্দরপলের চোখে বিরাট কোহলিছাড়া আর কেউ সেরা নন। দীর্ঘ দিন ধরেই কিন্তু ব্যাটসম্যানদের শীর্ষে রয়েছেন বিরাট কোহালি। তার মতো এভাবে ফর্মের শীর্ষে থাকা সহজ নয় বলে জানিয়েছেন সাবেক ক্যারিবীয় তারকা চন্দরপল। আইসিসির ওয়ানডে ক্রিকেটের র্যাংকিংয়ে কোহালি এখন শীর্ষে। টেস্ট র্যাংকিংয়ে কোহালি রয়েছেন দুই নম্বরে এবং টি-টোয়েন্টি র্যাংকিংয়ে কোহালি রয়েছেন সেরা দশে। সেরা বাছাই করতে গিয়ে চন্দরপল বলেন, নিজের খেলার সবদিক নিয়েই সে খেটে। তার ফলও দেখা যাচ্ছে। ফিটনেস নিয়েও সে মারাত্মক পরিশ্রম করে। স্কিল বাড়ানোর জন্য সময় দিয়েছে। কঠোর পরিশ্রম যে করে, তা দেখেই বোঝা যায়। আর সে এমন একজন, যে কি না সবসময় ভাল কিছু করতে চায়। প্রতিদিন ও নিজেকে প্রমাণ করে চলেছে। এজন্য কৃতিত্ব দিতে হবে কোহালিকে। এত দীর্ঘ সময় ধরে নিজের খেলার শীর্ষে থাকা সহজ নয়। সে পরিশ্রমের সুফল পাচ্ছে এখন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UA53tv
March 24, 2020 at 02:54AM
24 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top