কলকাতা, ২৬ মার্চ - মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছা ও ভালবাসায় ভেসে যাচ্ছেন কলকাতার নায়িকা কোয়েল মল্লিক। করোনাভাইরাসের প্রকোপে চারদিকে যখন আতঙ্ক ছড়াচ্ছে তখন কোয়েল আছেন গৃহবন্দী হয়ে। এই সময়টা একজন নারীর জন্য চ্যালেঞ্জের। প্রয়োজন অনেক আলো বাতাস, আনন্দ উৎসব। সেখানে কোয়েলের বেলায় সব বৈরী। কেমন।কাটছে তার দিন? তা জানলে অনুপ্রেরণা পাবেন গর্ভবতীরা। কোয়েল বললেন, বাড়িতে থাকতে আমি এমনিতেই ভালবাসি। যখন শুট থাকে না, তখন বালিগঞ্জের এ বাড়িতে থাকি। নয়তো মা-বাবার সঙ্গে দেখা করতে চলে যাই। এখন অবশ্য পরিস্থিতির কারণে যেতে পারছি না। তাই কিছুটা মিস করছি তো বটেই। সময় কাটানোর জন্য বই পড়া, ওয়েব সিরিজ়, সিনেমা দেখা তো চলছেই। শারীরিক অবস্থা নিয়ে এ নায়িকা বলেন, ফিটনেসের সঙ্গে একটু হলেও কম্প্রোমাইজ় করতে হচ্ছে। এখন যেহেতু জিমে যাওয়া কিংবা কমপ্লেক্সের নীচে লনে হাঁটা সবই বন্ধ, তাই যোগব্যায়াম আর মেডিটেশনের মধ্যেই সীমাবদ্ধ। তবে খাওয়াদাওয়া করছেন চুটিয়ে। অভিনেত্রী কোয়েলের খাওয়া নিয়ে অনেক বাছ বিচার থাকলেও মা কোয়েলের এখন অবশ্য সেটা আর নেই। প্রচুর চকলেট, কেক, ব্রাউনি খাচ্ছেন। এ সবের মাঝেও এই যে ঘরবন্দি থাকা, এতে কোথাও একাকিত্ব বা একঘেয়েমি কি চেপে বসে না? করোনাভীতি কি গ্রাস করেনি তাকে? একটু থেমে বললেন, যে কোনো পরিস্থিতিতেই একটা পজ়িটিভ দিক খুঁজে বার করতে চেষ্টা করি। এই সময়টায় আমরা পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর যে সুযোগটা পাচ্ছি, সেটা সহজে মেলে না। আমার সবচেয়ে বেশি চিন্তা, যারা দিন আনে দিন খায় তাদের নিয়ে, আর বয়স্ক মানুষদের নিয়ে। আমরা যেমন শ্বশুরমশাই ও শাশুড়িমাকে বাড়ি থেকে একদম বেরোতে দিচ্ছি না। বাবাও কদিন আগে মল্লিকবাড়িতে যাওয়ার কথা বলেছিল। আমি সঙ্গে সঙ্গে বারণ করে দিয়েছি। আমার বর রানেও ওর অফিসের সবাইকে ওয়ার্ক ফ্রম হোম করতে বলেছে। বাড়িতেও যারা কাজে আসেন, সকলকে ছুটি দিয়েছি। কোনো ঝুঁকি নিতে চাই না। এন এইচ, ২৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QLAXSB
March 26, 2020 at 06:14AM
26 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top