এডিনবরা, ২১ মার্চ - অনেকটা দিন দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। স্কটল্যান্ডের হয়ে খেলেছেন ২০১৫ বিশ্বকাপও। সাবেক অফস্পিনার মজিদ খান এবার নিজেই জানালেন করোনা আক্রান্ত হওয়ার কথা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শুক্রবার সকালে এক পোস্টে করোনা পজিটিভ থাকার খবরটি জানিয়েছেন সাবেক এই স্কটিশ ক্রিকেটার। বলেছেন, গ্লাসগোর রয়্যাল আলেসান্দ্রা হসপিটালে চিকিৎসা চলছে তার। এখন কিছুটা সুস্থও বোধ করছেন। মজিদ খান লিখেছেন, করোনাভাইরাসে পজিটিভ হয়েছিলাম। তবে মনে হচ্ছে আজ হয়তো বাড়ি ফিরে যেতে পারব। হাসপাতালের স্টাফরা আমাকে খুব ভালো সেবা দিয়েছেন। মেসেজ দিয়ে যারা সমর্থন দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পূর্ণ সুস্থ হয়ে উঠব। যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে। এখন পর্যন্ত ৩২৬৯ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। মারা গেছেন ১৪৪ জন। শুধু স্কটল্যান্ডেই আক্রান্তের সংখ্যা ২৬৬। স্কটল্যান্ডের হয়ে ৫৪টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি খেলেছেন মজিদ খান। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে দেশের হয়ে খেলেছেন সর্বশেষ। ওয়ানডেতে ৬০ উইকেট নিয়ে অনেকটা দিন দেশের সর্বকালের সেরা উইকেটশিকারি ছিলেন এই অফস্পিনার। ২০১৯ সালে তাকে ছাড়িয়ে যান সাফইয়ান শরীফ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3dl2ELu
March 21, 2020 at 02:37AM
21 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top