ঢাকা, ২১ মার্চ - ২০ মার্চ। বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক এবং দেশসেরা ওপেনার তামিম ইকবালের জন্মদিন। ১৯৮৯ সালের এই দিনে চট্টগ্রামের সম্ভ্রান্ত খান পরিবারে জন্ম হয় দেশের ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্রের। (শুক্রবার) তার ৩১তম জন্মদিন। বাংলাদেশি ওপেনারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শুধু শুভেচ্ছাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে তামিমকে নিয়ে একটি ভিডিও আপলোড করেছে আইসিসি। ২ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওটি অবশ্য গত বিশ্বকাপের সময়ই তৈরি করা হয়েছিল। যে ভিডিওতে তামিমকে নিয়ে কথা বলেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, কোচ স্টিভ রোডস ও বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এই তিন সাবেকই তামিমের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবাল এক উজ্জ্বল তারকা। দেশের হয়ে ৬০টি টেস্ট, ২০৭ ওয়ানডে আর ৭৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম। দেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিন ফরমেটেই সেঞ্চুরি আছে তার। তিন ফরমেটেই তিনি দেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন। সম্প্রতি টেস্টে তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহীম। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২১ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bheF2G
March 21, 2020 at 02:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন