ডাবলিন, ২১ মার্চ - পাকিস্তান সিরিজের পর বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সতর্কতায় এবার স্থগিত করা হল বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজও। একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলতে এপ্রিলের শুরুতে করাচিতে যাওয়ার কথা ছিল টিম বাংলাদেশের। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে তা স্থগিত করা হয়েছে। একই কারণে এবার একই পন্থা অনুসরণ করা হল আয়ারল্যান্ড সিরিজের ক্ষেত্রেও। সিরিজের আয়োজক আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, কোভিড-১৯ রোগটি বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়ায় দুই দেশের ক্রিকেট বোর্ডই মেতে বেলফাস্ট ও ইংল্যান্ডে অনুষ্ঠেয় সাত ম্যাচের এই সিরিজটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউটরন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, আইরিশি ও যুক্তরাজ্য সরকারের ভ্রমণ, ক্রীড়া এবং গণজমায়েত বিষয়ক নির্দেশনা অনুযায়ী আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে করোনাভাইরাস বৈশ্বিক রূপ নেওয়ায় আসন্ন সিরিজটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে না। খেলোয়াড়, কোচ ও ভক্তদের সুরক্ষার বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন সময় জানিয়ে দেব। গেল ১১ মার্চ বিসিবি ঘোষিত সূচী অনুযায়ী, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে আগামী ৮ মে টিম বাংলাদেশের দেশ ছাড়ার কথা ছিল। সুত্র : সারাবাংলা এন এ/ ২১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vEBz53
March 21, 2020 at 03:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top