ঢাকা, ১৭ মার্চ - সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে বড় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫৫ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক ও সিনিয়র সদস্য-মাশরাফি বিন মর্তুজা আর মোহাম্মদ আশরাফুল এবার ডিপিএলে খেলছেন নুরুল হাসানের নেতৃত্বে। প্রথম ম্যাচে দল বড় জয় পেলেও অবশ্য এই দুই তারকা তেমন উজ্জ্বল ছিলেন না। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৭৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় শেখ জামাল। ওপেনার সৈকত আলী ৭৯ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় খেলেন ৮৩ রানের ঝকঝকে এক ইনিংস। এছাড়া নাসির হোসেন ৫৬ আর নুরুল হাসান করেন ৫৮ রান। তবে ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মোহাম্মদ আশরাফুল। ১৪ বল খেলে মাত্র ৩ রান করেন তিনি। মাশরাফি ৭ বলে করেন ১ রান। খেলাঘরের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইরফান হোসেন। ২৩ বছর বয়সী চট্টগ্রামের এই পেসার ৪৩ রানে তিনি নেন ৪টি উইকেট। জবাবে ৫০ ওভার খেললেও ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটে ২২১ রানের বেশি এগোতে পারেনি খেলাঘর। দলের পক্ষে হাফসেঞ্চুরি পেয়েছেন কেবল অধিনায়ক জহুরুল ইসলাম অমি। ৭৮ বলে ৫ বাউন্ডারিতে ৫১ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। মাসুম খান ৩২ আর ইমতিয়াজ হোসেন করেন ২৯ রান। শেখ জামালের পক্ষে দুটি করে উইকেট নেন সোহরাওয়ার্দি শুভ, ইলিয়াস সানি আর সালাউদ্দিন শাকিল। মাশরাফি ৭ ওভার বল করে ৩৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৭ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QkDJy0
March 17, 2020 at 03:36AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন