কলকাতার, ১৭ মার্চ - দিন যত গড়াচ্ছে, করোনাভাইরাসের উদ্বেগ ততই বাড়ছে। সংক্রমণের সন্দেহে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন এক চিকিৎসক। কলকাতার বাঁকুড়া মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ওই চিকিৎসককে। এমনটি জানাচ্ছে দেশটির গণমাধ্যম। ওই চিকিৎসক বাঁকুড়ায় মেডিক্যাল ক্যাম্প করতে গিয়েছিলেন। খবরে বলা হয়েছে, গত ১২ মার্চ ইংল্যান্ড থেকে দেশে ফেরেন ওই চিকিৎসক। এরপরই মেডিক্যাল ক্যাম্প করতে রোববার বিকেলে বাঁকুড়ায় পৌঁছান তিনি। এজন্য একটি হোটেলে ওঠেন। সোমবার সকাল থেকে গলা ব্যথা ও জ্বর হওয়ায় দুপুরে তাকে বাঁকুড়া মেডিক্যালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই চিকিৎসকের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে, যে হোটেলে ওই চিকিৎসক ছিলেন সেই হোটেলের কর্মী থেকে শুরু করে যারা অবস্থান করছিলেন তাদেরও পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য অধিদফতর। করোনা সতর্কতায় এদিনও আতঙ্কিত না হওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সংবাদ সম্মেলনে মমতা বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গুজবে কেউ কান দেবেন না। সাবধানতা অবলম্বন করুন। ভয় পাওয়ার কারণ নেই। আমারও হতে পারে, আপনারও হতে পারে, সুতরাং সাবধানতা মেনে চলুন। করোনা মোকাবিলায় যারা কাজ করবেন, এমন ১০ লাখ মানুষের জন্য পাঁচ লাখার টাকার বিমার ব্যবস্থা করা হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্ক, করোনা মোকাবিলার জন্য বিশেষ পোশাকসহ বিভিন্ন সরঞ্জামের জন্য ২০০ কোটি টাকার তহবিল করা হয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর বিশ্বজুড়ে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৯১৫ জন এবং প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৫২১ জন। সর্বাধিক ৩ হাজার ২১৩ জনের প্রাণহানি ঘটেছে চীনে। সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৭৭৬ জন। এন এইচ, ১৭ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TXR5T8
March 17, 2020 at 03:21AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.