ঢাকা, ১৭ মার্চ - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন আজ ১৭ মার্চ। এ উপলক্ষে এবারে পালিত হচ্ছে মুজিববর্ষ। বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে গানবাংলা নিয়েছে বিশেষ উদ্যোগ। বঙ্গবন্ধুর জন্মদিনে দেশের গানে সাজবে প্রতিষ্ঠানটি। গানবাংলা টেলিভিশনের পক্ষ থেকে দিনব্যাপী রয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক দিনটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করছে চ্যানেলটি। দিনব্যাপি অনুষ্ঠানমালায় থাকছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত নানা গানসহ দেশাত্ববোধক অসংখ্য গান। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই দিনটিতে নিরবচ্ছিন্ন অনুষ্ঠান প্রচারের স্বার্থে সবধরণের বিজ্ঞাপন প্রচার থেকেও বিরত থাকবে চ্যানেলটি। এ প্রসঙ্গে গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর দিনটিকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ ও উদযাপন করতে চাই। এ লক্ষ্যে দিনভর বিরতিহীণ দেশের গান বাজবে গানবাংলায়। জন্মশতবর্ষ উপলক্ষে বছরজুড়েই বঙ্গবন্ধু সংশ্লিষ্ট ও দেশাত্মবোধক গান প্রচার করবে গানবাংলা। এন এইচ, ১৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IU5vx0
March 17, 2020 at 03:24AM
17 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top