পচেফস্ট্রম, ০৮ মার্চ - গত বছরের শেষ অংশে এবং চলতি বছরের জানুয়ারিতে টেস্ট ক্রিকেটে একের পর এক সেঞ্চুরি উপহার দিয়ে সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশানে। ব্যাটিং দেখে তো অনেকেই তাকে কোহলি আর স্মিথের সঙ্গে তুলনা দিতে শুরু করেছিলেন। এমনকি কেউ কেউ তাকে এ দুজনের চেয়েও সেরা আখ্যা দেন। টেস্টে দুর্দান্ত সাফল্যের বদৌলতে ভারত সফরে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়ে যান লাবুশানে। কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে শুরুটা যেন একটু স্লো তার। যেমনটা স্লো ছিল টেস্টের শুরুতেও। দেখে-শুনে যেন ধীরে ধীরে নিজের খোলস খুলবেন তিনি। তেমনটাই যেন হচ্ছে। ৫টি ম্যাচ খেলার পর অবশেষে ওয়ানডেতে তিন অংকের দেখা পেলেন লাবুশানে। পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১০৮ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি। ১০৮ বলে ৮টি বাউন্ডারিতে এই রান করেন তিনি। যদিও কোনো ছক্কার মার নেই লাবুশানের ইনিংসে। মার্নাস লাবুশানের সেঞ্চুরি ইনিংসের কারণে কিছুটা হলেও লজ্জামুক্ত হয় অস্ট্রেলিয়া। কারণ, পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কে (এই মাঠেই ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ) টস জিতে দক্ষিণ আফ্রিকা কেন ফিল্ডিং বেছে নেন তা দেখিয়ে দেন তাদের বোলাররা। শুরুতেই অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে দেন স্বাগতিক বোলাররা। এরপর মিডল অর্ডারে মার্নাস লাবুশানের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। লাবুশানে ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন ডি আর্কি শট। এই ইনিংসের আগে লাবুশানের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৫৪। হাফ সেঞ্চুরি একটিই। এমনকি প্রোটিয়াদের বিপক্ষে আগের ম্যাচেই ডাক মেরেছিলেন তিনি। যদিও আগের তিন ইনিংসে রান করেন ৪৬, ৫৪ এবং ৪১। অভিষেক ম্যাচে ব্যাট করতে হয়নি তাকে। টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার আউট হন মাত্র ৪ রান করে। অ্যারোন ফিঞ্চ করেন ২২ রান। এছাড়া স্টিভেন স্মিথ করেন ২০ রান। লাবুশানে এবং ডি আর্কি শট ছাড়া ৩২ রান করেন শন মার্শ। অ্যালেক্স ক্যারে আউট হন কোনো রান না করেই। জিয়ে রিচার্ডসন করেন অপরাজিত ২৪ রান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VQrSv7
March 08, 2020 at 01:40AM
08 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top