মুম্বাই, ০৬ মার্চ - নতুন ছবিতে অভিনয়ের সুযোগ দেয়ার নামে কুপ্রস্তাব পাওয়ার বিষয়ে বহু তারকাই মুখ খুলেছেন একাধিক বার। এবার বলিউডে অভিনেত্রীদের ওপর হওয়া যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন বলিউড তারকা কাজল দেবগন। তার মতে, বলিউডে মিটু মুভমেন্ট হওয়ার পর অভিনেত্রীদের ওপর যৌন হেনস্তা অনেকটাই কমে গেছে। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে কাজল বলেন, মিটু মুভমেন্টের পর একটা বড় পরিবর্তন এসেছে। শুধু বিটাউনে নয়, গোটা সমাজেই এসেছে। মিটু শুরু হওয়ার পরে এখন নারীদের সঙ্গে কথা বলার আগে অন্তত সাতবার ভাবছেন একজন পুরুষ। তিনি আরও বলেন, এখন অভিনয়ের সঙ্গে যুক্ত মানুষেরা নারীদের সঙ্গে অনেক ভেবেচিন্তে কথা বলেন। আগের মতো এখন মন চাইলেনই কোনও কিছু বলে ফেলেন না। এমনকি ব্যবহারেও অনেক বদল এসেছে। বলিউডে অভিনেত্রী তনুশ্রী দত্তের হাত দিয়ে শুরু হয়েছিল মিটু মুভমেন্ট। নানা পাটেকরের বিরুদ্ধে তিনি শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। তনুশ্রীর পর যৌন হেনস্তার বিরুদ্ধে সরব হন অভিনেত্রীরা। এন এইচ, ০৬ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cC9gET
March 06, 2020 at 02:44AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন