কলকাতা, ২৪ মার্চ- পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কলকাতার সল্টলেকের আমরি হাসপাতালে করোনা আক্রান্ত দমদমের এক ব্যক্তি মারা যান। গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। আর ভেন্টিলেশনে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আমাদের কলকাতা প্রতিনিধি জানাচ্ছেন। পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত এই প্রথম মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে ভয়াল করোনা। সোমবার সকালে করোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে আরও তিনজনকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা। তিনি এক শ্রমিক বলে জানা যাচ্ছে। আরও একজন দমদমের নাগেরবাজারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তিনি এক প্রৌঢ়। এদিন কলকাতা সংলগ্ন ইএম বাইপাস সংলগ্ন রুচিরা আবাসনের বিদেশ ফেরত এক বাসিন্দাকেও করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এদিন সকালে কলকাতার ধর্মতলার বাসস্ট্যান্ডে এক যুবককে অসুস্থ হিসেবে দেখতে পাওয়া যায়। জ্বরে আক্রান্ত ছিলেন ওই যুবক। তড়িঘড়ি সেই যুবককে উদ্ধার করে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র : বাংলাদেশ জার্নাল এম এন / ২৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WD1jtG
March 24, 2020 at 05:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top