লন্ডন, ০৫ মার্চ - ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে করোনাভাইরাস। ছড়িয়ে পড়ছে দেশে দেশে। সাধারণ মানুষের মতো খেলোয়াড়রাও এখন আতঙ্কিত। তাদের বিদেশ সফরে যেতে হয়, আনুষ্ঠানিকতা মেনে কত কিছুই তো করতে হয়! ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে একটা অভদ্রতা করবেন ইংলিশ দলের খেলোয়াড়রা। খেলার আগে পরে প্রতিপক্ষের সঙ্গে যে করমর্দনের রীতি রয়েছে, সেটা এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কেই এমন সিদ্ধান্ত ইংলিশদের, জানালেন দলটির অধিনায়ক জো রুট। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরের পর পেটের পীড়া এবং ফ্লুতে (হাঁচি-কাশি) আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের অনেক খেলোয়াড়। তাই এখন বাড়তি সতর্কতা। শ্রীলঙ্কায় আসন্ন সফরে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ১৯ মার্চ থেকে গলে শুরু প্রথম টেস্ট। তার আগে ৭-৯ মার্চ এবং ১২-১৫ মার্চ দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে সফরকারিদের। এই সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। করোনার ভয় নিয়ে রুট বলেন, দক্ষিণ আফ্রিকায় দলের ওই অসুস্থতার পর, আমরা স্পর্শ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করছি। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা নিয়মিত হাত ধৌত করছি। বক্সে ব্যাকটেরিয়া রোধক রুমাল আর জেল নিয়ে যাচ্ছি, পরিষ্কার রাখছি মেঝে। রুট অবশ্য জানালেন, আতঙ্ক থাকলেও সফর বাতিল করার কোনো ভাবনা তাদের নেই। তবে কর্তৃপক্ষের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রেখে তাদের পরামর্শমতোই চলার চেষ্টা করছেন। চীনের উহান প্রদেশ থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাসের আক্রমণে এখন পর্যন্ত বিভিন্ন দেশে অনেকগুলো স্পোর্টিং ইভেন্ট বাতিল হয়েছে। বিশ্বজুড়ে ৮৬ হাজারের মতো মানুষ এই ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে মারা গেছেন তিন হাজারের ওপর। ৫০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32OojHk
March 05, 2020 at 03:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top