মেলবোর্ন, ০৯ মার্চ - ভারতীয় ক্রিকেট দলকে ৮৫ রানের বড় ব্যবধানে হারিয়েরেকর্ড পঞ্চমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে তাদের করা ১৮৪ রানের জবাবে ভারত অলআউট হয়েছে মাত্র ৯৯ রানে। পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে এরই মধ্যে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নারীদের ওয়ানডে বিশ্বকাপে একটা বেশি জিতে শিরোপা সংখ্যা ছয়। এবার নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপার সংখ্যাটাকে পাঁচে নিয়ে গেল ম্যাগ ল্যানিংয়ের। রোববারের ফাইনাল ম্যাচে দুই ওপেনার এলিস হিলি ও বিথ মুনির বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত আসরের ফাইনাল ম্যাচের মধ্যে এটিই দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগের ছয় ফাইনালে একবারও দেড়শ ছাড়ায়নি দলীয় সংগ্রহ। ২০১৬ সালের আসরে অস্ট্রেলিয়ার করা ১৪৮ রান তাড়া করে ১৪৯ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এতদিন ধরে সেটিই ছিলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দলীয় সর্বোচ্চ সংগ্রহ। যা আজ চলে গেলো অস্ট্রেলিয়ার দখলে। এছাড়া এবারের ফাইনাল ম্যাচটি ৮৫ রানের ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়ার প্রমীলা দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগের ছয় ফাইনালে দুইবার মাত্র জিতেছিল আগে ব্যাট করা দল। সে দুই বার জয়ের ব্যবধান ছিলো মাত্র ৩ ও ৪ রান। এবার সেগুলো ছাপিয়ে ৮৫ রানে জিতল অস্ট্রেলিয়া। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Is2i7Q
March 09, 2020 at 03:20AM
09 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top