ঢাকা, ১৫ মার্চ - করোনাভাইরাস আতঙ্কে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা একটি ভেন্যুতে আয়োজনের আভাস দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। বুধবার তিনি মিডিয়া ব্রিফিংয়ে বলেছিলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে লিগ কমিটি জরুরী সভায় বসে সিদ্ধান্ত নেবে লিগ সবগুলো ভেন্যুতে চালিয়ে যাওয়া সম্ভব নাকি এক ভেন্যুতে হবে। শনিবার বিকেলে সেই জরুরী সভায় বসেছিল বাফুফে প্রফেশনাল লিগ কমিটি। ক্লাবগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ কমিটি সিদ্ধান্ত নিয়েছে- ৭ ভেন্যুতেই হবে লিগ। যার অর্থ প্রিমিয়ার লিগ যেভাবে চলছিল সেভাবেই চলবে। জাতীয় দলের বিশ্বকাপ ও এএফসি কাপের বাছাই পর্বের ম্যাচের কারণে বর্তমান সূচিতে ১৫ মার্চের পর ২১ দিন বিরতি ছিল। যেহেতু করোনাভাইরাসের কারণে এএফসি বাছাইয়ের ম্যাচগুলো স্থগিত করেছে সেহেতু লিগের বিরতিটাও থাকছে না। ১৭ দিন এগিয়ে ১৯ মার্চ থেকে শুরু হবে সপ্তম রাউন্ডের খেলা। বিকেলে সভাশেষে বাফুফের প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেছেন, আমাদের সভাপতির (কাজী সালাউদ্দিন) চিন্তাধারা ছিল এক ভেন্যুতে করা যায় কি না। সভায় বিভিন্ন ধরনের মতামত এসেছিল। তবে যে সিদ্ধান্ত হয়েছে সেটা ঐকমত্যের ভিত্তিতেই হয়েছে। সরকার থেকে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা আছে জনগণের ওপর। বাফুফে সভাপতিও বলেছিলেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকশূন্য ম্যাচ করা যায় কি না সেটা তারা বিবেচনা করবেন। লিগ কমিটির সভায় দর্শকশূন্য মাঠে খেলা চালানোর সিদ্ধান্ত না হলেও, ক্লাবগুলোকে তাদের সমর্থকদের নিরুৎসাহিত করার জন্য বলা হয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৫ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xwlJtN
March 15, 2020 at 03:19AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন