ঢাকা, ১৫ মার্চ - আগেই জানা, এবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মত কোনো বিদেশি ক্রিকেটার খেলবে না। স্থানীয় ক্রিকেটার সংগ্রহে তারকা ক্রিকেটারদের সম্মেলনে কাগজে-কলমে এক নম্বর দল গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। মুশফিকুর রহীমের নেতৃত্বে লিটন দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দীন, তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, পেসার শহীদুল ইসলাম, মেহেদি হাসান রানা, আরাফাত সানিরা এবার আবাহনীতে। তাদের গড়া লাইন আপ নিয়ে গতবারের মত এবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আকাশী হলুদ জার্সির কোচ খালেদ মাহমুদ সুজনের। এর পরপরই ধরা হচ্ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। দলটির এবারের অধিনায়ক তামিম ইকবাল। সঙ্গে এনামুল হক বিজয়, রনি তালুকদার, রাকিবুল হাসান, মোহাম্মদ মিঠুন, অলক কাপালি, নাহিদুল হক, নাঈম হাসান, নাজমুল অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, অমিত মজুমদার, দেলোয়ার, মনির হোসেন ও রবেল মিয়ারাও প্রাইম ব্যাংকে। দলের কোচ সারোয়ার ইমরান এবারের প্রাইম ব্যাংককে নিয়ে আশাবাদী। আগেরবার সেরা ছয়ে জায়গা হয়নি। কিন্তু গাজী গ্রুপের এবারের দল নিয়ে অন্যরকম আশা কোচ মোহাম্মদ সালাউদ্দীনের। কারণ টি-টোয়েন্টি অধিনায়ক ও দেশীয় ক্রিকেটে সময়ের অন্যতম সেরা পারফরমার মাহমুদউল্লাহ রিয়াদ এবার গাজী গ্রুপের কান্ডারি। সঙ্গে মুমিনুল হক, সৌম্য সরকারসহ আরও একঝাঁক প্রতিষ্ঠিত ক্রিকেটার এবার গাজী গ্রুপের হয়ে মাঠে নামবেন। মোদ্দা কথা আবাহনী, প্রাইম ব্যাংক আর গাজী গ্রুপই কাগজে কলমের অন্যতম সমৃদ্ধ দল। তাদের ভেতরই মূল লড়াই হবে বলে ভাবা হচ্ছে । সুপার লিগের লড়াইয়ে শেখ জামাল, লিজেন্ডস অব রুপগঞ্জ, প্রাইম দোলেশ্বর আর মোহামেডানও পিছিয়ে থাকবে না বলে ধারণা করা হচ্ছে। এই দলগুলোর শক্তি খুব কাছাকাছি। শাইনপকুর, ওল্ডডিওএইচএস আর খেলাঘর তার পেছনেই। পারটেক্স আর ব্রাদার্স সে তুলনায় পিছিয়ে। দেশসেরা অধিনায়ক ও ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো মাশরাফি বিন মর্তুজা, অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুল, নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান ও সোহরাওয়ার্দি শুভর এবারের ঠিকানা শেখ জামাল ধানমন্ডি ক্রীড়াচক্র ক্লাব। দেশের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক এবার শেখ জামালের হেড কোচ। সঙ্গে আছেন আরেক জাতীয় ক্রিকেটার তারেক আজিজ। প্রাইম দোলেশ্বরও একদম হেলাফেলার দল নয়। মিজানুর রহমান বাবুলের কোচিংয়ে ফজলে রাব্বি, আসিফ আহমেদ রাতুল, কামরুল ইসলাম রাব্বির, শামীম হোসেন আর শরীফউল্লাহর মত পরিচিত মুখ প্রাইম দোলেশ্বরের লাইনআপে। অন্যদিকে, আগেরবারের রানার্সআপ লিজেন্ডস অব রুপগঞ্জ এবারও শক্তিশালী দল। নিজেকে হারিয়ে ফেলা সাব্বির রহমান রুম্মন, আলআমিন জুনিয়র, সোহাগ গাজী আর সানজামুল ইসলাম নয়ন আছেন গত লিগের রানার্সআপ দলে। পুরোদস্তুর কোচ হয়ে প্রথম বছরে সাড়া জাগানো আফতাব আহমেদের দল লিজেন্ডস অফ রুপগঞ্জ এবার কী করে সেটাই দেখার। শুরুতে তেমন সাড়া শব্দ ছিল না। তবে শেষপর্যন্ত মোহামেডানও খারাপ দল গড়েনি। সোহেল ইসলামের কোচিংয়ে মোহামেডানের এবারের ব্যাটিং কোচ সাবেক জাতীয় ওপেনার মেহরাব হোসেন অপি। এছাড়া পেসার ডলার মাহমুদও আছেন কোচিং স্টাফে। অভিজ্ঞ ও দেশের সব সময়ের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সাদা কালো জার্সির মোহামেডানের এবারের লাইন আপে আরও আছেন অভিষেক মিত্র, ইরফান শুক্কুর, শামসুর রহমান শুভ, আব্দুল মজিদ, শুভাগত হোম, মাহমুদুল হাসান লিমন, নাদিফ চৌধুরী, পারভেজ হোসেন ইমন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদরা। অনিশ্চয়তায় ভরা ক্রিকেটে শেষ বলে কিছু নেই। দেখা যাক, প্রথম পর্ব শেষে কোন ৬ দল খেলে সুপার সিক্সে? সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38WPocV
March 15, 2020 at 03:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top