মুম্বাই, ১৫ মার্চ - বলিউডে পা রেখেছিলেন শাহরুখ খানের হাত ধরে ওম শান্তি ওম সিনেমা দিয়ে। এরপর নিজেকে তিনি তৈরি করেছেন কঠিন প্রতিযোগিতার মাঠে একজন চৌকষ প্রতিযোগী হিসেবে। যেখানে অভিনয়, স্টারডম, ব্যক্তিত্ব দিয়ে তিনি বাজিমাত করে চলেছেন। বলছি দীপিকা পাড়ুকোনের কথা। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ কিছু সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। টেকেনি সেগুলো। জীবনের সেইসব সম্পর্ককে আজ ভুল সিদ্ধান্ত ও আবেগের দোষ বলে মানেন তিনি। দীর্ঘ ছয় বছর প্রেমের পর রণবীর সিংকে বিয়ে করেছেন দীপিকা। সুখে আছেন, ভালো আছেন এই দাম্পত্যে। তবে সম্প্রতি নিজের পুরনো সব প্রেম ও সম্পর্কে যৌনতার গুরুত্ব নিয়ে মুখ খুলতে গিয়ে অনেকটা যেন বোমাই ফাটালেন তিনি। জানালেন, রণবীরের সঙ্গে সম্পর্কে থাকার আগে ব্যক্তিগত জীবন নিয়ে খুবই চাপে ছিলেন দীপিকা। রণবীরের সিং-এর আগে তার কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। সেই অতীত টেনে দীপিকা এক সাক্ষাৎকারে বলেছেন, আমার কাছে, যৌনতা শুধুই শারীরিক খিদে মেটানো নয়। এটা একটা আবেগ। যখন আমি কারোর সঙ্গে প্রেম করছি তাকে মিথ্যা কথা বলতাম না। তার কাছে কিছুই লুকোতাম না, কিন্তু সবাই একই কথা ভাবে না। এই কারণেই হয়ত আমি অতীতে এত কষ্ট পেয়েছি। প্রাক্তনদের কু-কীর্তি জেনে গিয়েও বারবার সুযোগ দিয়েছি, যেটা করা আমার একদমই উচিত হয়নি বলে এখন মনে হয়। একদিন আমার প্রাক্তনকে হাতেনাতে ধরে ফেলেছিলাম, ওর অনেক কুকীর্তি থাকা সত্বেও মাফ করে দিয়েছিলাম। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। ওই প্রাক্তনের সঙ্গে সেই মুহূর্তেই সম্পর্কটা ভেঙে দিই আমি। অভিনেত্রী আরও জানান, যখন আমার প্রাক্তন বিশ্বাসঘতকতা করল, তখনই বুঝেছিলাম এই সম্পর্কটায় কিছু একটা ভুল রয়েছে, কিংবা আমার নিজেরও ভুল রয়েছে হয়ত। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে সম্পর্ক ভাঙার জন্য যা ইচ্ছা করেই যায় তাহলে কিছুই বলার থাকে না। যে কোনও সম্পর্কের মূল স্তম্ভ হল ভরসা, ভালোবাসা, সম্মান ও বিশ্বাস, এগুলো না থাকলে সেই সম্পর্ক বেশিদিন টেকে না। দীপিকাকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল তার প্রযোজিত ছবি ছপ্পাক-এ। আপাতত ঋষি কাপুরের সঙ্গে নতুন একটি ছবিতে শ্যটিং নিয়ে ব্যস্ত দীপিকা। হলিউডের জনপ্রিয় ছবি দ্য ইন্টার্ন হিন্দি রিমেকে দেখা যাবে ঋষি ও দীপিকাকে। এন এইচ, ১৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3aZAQL0
March 15, 2020 at 03:29AM
15 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top