ঢাকা, ১৫ মার্চ - এ সপ্তাহে এএফসি কাপের যে কয়টি ম্যাচ হয়েছে তার মধ্যে সেরা পারফরম করা ৫ ফুটবলারের তালিকা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইট এএফসিডটকম। সেই তালিকায় আছেন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের দুই খেলোয়াড় আর্জেন্টাইন ফরোয়ার্ড হার্নান বার্কোস ও দেশি গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বুুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এ ম্যাচের মধ্যে দিয়ে এএফসি কাপে অভিষেক হয়েছে বসুন্ধরা কিংসের। দলটির জার্সিতে অভিষেক হয়েছে মেসির সাবেক সতীর্থ হার্নান বার্কোসের। দুর্দান্ত ফুটবল খেলেছেন বার্কোস। দলের ৫ গোলের চারটি করেছিলেন বার্কোস। আর পোস্টেও নিচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন গোলরক্ষক জিকো। তিনবার পেনাল্টি শট রুখে দিয়েছেন এ গোলরক্ষক। জিকো গত মৌসুমে বসুন্ধরা কিংসকে স্বাধীনতা কাপ জিতিয়েছিলেন পোস্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে। এএফসি এ সপ্তাহে মাঠে নৈপুণ্য দেখানো ৫ ফুটবলারে ছবি দিয়ে খবর প্রকাশ করেছে। দর্শকরা ২০ মার্চ পর্যন্ত ভোট দিয়ে একজনকে সেরা হিসেবে বেছে নিতে পারবে। শনিবার রাত ১০টা পর্যন্ত সর্বোচ্চ ৫৬ শতাংশ ভোট পেয়েছেন আনিসুর রহমান জিকো। এছাড়া ২৩ শতাংশ ভোট পড়েছে হার্নান বার্কোসের নামে। বাকি ২১ শতাংশ ভোট পেয়েছেন বিয়েনভেনিদো মারানন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৫ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Qgb9gZ
March 15, 2020 at 03:09AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন